- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/bn/ -

অষ্টোত্তরম (২৮-৫৪)

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column][vc_custom_heading text=”ভিডিও” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”bn-hind-siliguri” css=”.vc_custom_1648114531593{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty” css=”.vc_custom_1648114545456{margin-bottom: 10px !important;}”][/vc_column_text][vc_custom_heading text=”অডিও” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”bn-hind-siliguri” css=”.vc_custom_1648114552656{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio” css=”.vc_custom_1648114563800{margin-bottom: 10px !important;}”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/04/ashtothram28-54.mp3 [2] [/vc_column_text][vc_custom_heading text=”কথা” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”bn-hind-siliguri” css=”.vc_custom_1648114570727{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”bn-hind-siliguri”]
  1. ওঁ শ্রীসাই রত্নাকরবংশোদ্ভবায় নমঃ।

    যিনি রত্নাকর বংশে জন্মগ্রহণ করেছেন।

  2. ওঁ শ্রীসাই শিরডি সাই অভেদশক্ত্যাবতারায় নমঃ।

    যাঁর মহিমার সঙ্গে শিরডী অবতারের কোনো তফাৎ নেই।

  3. ওঁ শ্ৰীসাই শঙ্করায় নমঃ।

    যিনি স্বয়ং শিব।

  4. ওঁ শ্ৰীসাই শিরডি সাইমূৰ্তয়ে নমঃ।

    যিনি শিরডী বাবার অবতার।

  5. ওঁ শ্ৰীসাই দ্বারকামাইবাসিনে নমঃ।

    দ্বারকা মাতার স্থানে যিনি বাস করেন।

  6. ওঁ শ্রীসাই চিত্রাবতীতটপুট্টাপর্তিবিহারিণে নমঃ।

    চিত্রাবতী নদীর তীরে অবস্থিত পুট্টাপর্তি গ্রাম যাঁর লীলা ক্ষেত্র।

  7. ওঁ শ্ৰীসাই শক্তিপ্রদায় নমঃ।

    যিনি শক্তি প্রদান করেন।

  8. ওঁ শ্রীসাই শরণাগতত্রাণায় নমঃ

    যারা তাঁর শরণাগত তাদের তিনি রক্ষা করেন।

  9. ওঁ শ্রীসাই আনন্দায় নমঃ।

    যিনি পরমানন্দ।

  10. ওঁ শ্ৰীসাই আনন্দদায় নমঃ।

    যিনি পরমানন্দ প্রদান করেন।

  11. ওঁ শ্রীসাই আর্তত্ৰাণ পরায়ণায় নমঃ।

    যিনি আর্তকে পরিত্রাণ করেন।

  12. ওঁ শ্রীসাই অনাথানাথায় নমঃ

    যিনি অনাথের প্রভু অর্থাৎ নাথ।

  13. ওঁ শ্রীসাই অসহায় সহায়ায় নমঃ।

    যিনি অসহায়ের সঙ্গে থাকেন।

  14. ওঁ শ্রীসাই লোকবান্ধবায় নমঃ।

    যিনি জগতের বন্ধু।

  15. ওঁ শ্ৰীসাই লোকরক্ষা পরায়ণায় নমঃ।

    যিনি জগতকে রক্ষা করেন।

  16. ওঁ শ্রীসাই লোকনাথায় নমঃ।

    যিনি সর্ব লোকের প্রভু।

  17. ওঁ শ্ৰীসাই দীনজন পোষণায় নমঃ।

    যারা দীন, দরিদ্র,বিপন্ন,সাইবাবা তাদের প্রতিপালক।

  18. ওঁ শ্রীসাই মূৰ্তিত্রয়স্বরূপায় নমঃ।

    সত্য সাই বাবা ত্রিমূর্তি (ব্রহ্মা,বিষ্ণু, মহেশ্বর) স্বরূপ।

  19. ওঁ শ্রীসাই মুক্তিপ্রদায় নমঃ।

    যিনি মোক্ষ প্রদান করেন।

  20. ওঁ শ্ৰীসাই কলুষপরিদুরায় নমঃ।

    যিনি সর্ব প্রকার ত্রুটি দূর করেন।

  21. ওঁ শ্ৰীসাই করুণাকরায় নমঃ।

    যিনি দয়াময়।

  22. ওঁ শ্ৰীসাই সর্বাধারায় নমঃ

    যিনি সকল কিছুর আধার।

  23. ওঁ শ্রীসাই সর্বহৃদবাসিনে নমঃ।

    সর্বজনের অন্তর্লোকে যিনি বিরাজ করেন।

  24. ওঁ শ্ৰীসাই পূণ্যফল প্রদায় নমঃ

    যিনি সকল সৎকর্মের জন্য পুরষ্কার (ফল) প্রদান করেন।

  25. ওঁ শ্ৰীসাই সর্বপাপক্ষয় করায় নমঃ।

    যিনি সকল পাপের ফল বিনাশ করেন।

  26. ওঁ শ্রীসাই সর্ব রোগ নিবারিণে নমঃ।

    যিনি সর্ব প্রকার রোগ নিরাময় করেন।

  27. ওঁ শ্ৰীসাই সর্ব বাধাহরায় নমঃ।

    যিনি সকল প্রকার বিপদ বাঁধা অপসারিত করেন।

[/vc_column_text][/vc_column][/vc_row][vc_column][/vc_column][vc_column_inner css=”.vc_custom_1611844766263{padding-top: 0px !important;}”][/vc_column_inner]