- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/bn/ -

ম্যাচিং গেম

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”bn-hind-siliguri”][vc_column_text el_class=”bn-hind-siliguri”]

ম্যাচিং গেমগুলির জন্য বাচ্চাদের এক গুচ্ছ শব্দ, ছবি বা বস্তুর মধ্যে থেকে অনুরূপ জিনিস গুলিকে একসঙ্গে , সেট হিসাবে রাখতে হবে। শিশুটি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে এমন দুটি বস্তুকে একত্রে রাখবে।

ম্যাচিং গেমগুলি খুব ছোটোবেলা থেকে সূক্ষ্ম বিচার ক্ষমতা বিকাশে সহায়তা করে এবং স্বাধীন ভাবে শেখার অনুশীলনকে উত্সাহিত করে কারণ এটি দুটি জিনিসের মধ্যে পার্থক্য অথবা একত্ব খুঁজতে শেখায়। এই খেলা গুলির জন্য শিশু তার বিচার এবং যুক্তির ক্ষমতাকে সম্পূর্ণরূপে ব্যবহার করে। কোনো দুটি বস্তু কেন একসাথে যাবে সেটি জানার জন্য বাচ্চারা তাদের জ্ঞান এবং পারদর্শিতাকে ব্যবহার করে। তারা ছবির সঙ্গে আসল বস্তুর সংযোগ স্থাপণ করে, দৃষ্টিগত পার্থক্য করতে শেখে। মোটের উপর তাদের মনোসংযোগ , আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বৃদ্ধি পায়।

বাল বিকাশ গুরুরা বিভিন্ন রকম জিনিস, শব্দ, রঙ, আকার, সংখ্যা প্রভৃতি নিয়ে বাচ্চাদের সাথে এই খেলা খেলতে পারেন, যাতে তাদের শিক্ষণ পদ্ধতি চিত্তাকর্ষক হয়ে ওঠে।

[/vc_column_text][/vc_column][/vc_row]