- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/bn/ -

ধর্ম-

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”bn-hind-siliguri”][vc_column_text el_class=”bn-hind-siliguri”]

সত্য যখন কর্মের মধ্য দিয়ে প্রকাশিত হয়, তখন জীবন ধর্মপথে চালিত হয়। সত্য যেমন শব্দের সাথে সম্পর্কিত, ধর্ম সম্পর্কিত কর্মের সাথে। এর পটভূমিতে বেদ শিক্ষা দেয়,”সত্যম্ বদ, ধর্মম চর”(সত্য বলবে, ধর্ম অনুশীলন করবে)। সত্য অনুশীলনই প্রকৃত ধর্ম। সেইজন্যই মানুষের ক্ষেত্রে ধর্মীয় জীবন যাপনে নিজেদের উৎসর্গ করা একান্ত প্রয়োজন। ধর্মীয় অনুশীলন কিশোর বয়স থেকেই শুরু হওয়া উচিত যাতে শুধুমাত্র ব্যক্তিবিশেষ নয় সমগ্র দেশ সঠিক দিশায় উন্নতি লাভ করে। অন্তরে যদি ধর্ম থাকে, চরিত্রে সৌন্দর্য প্রতিফলিত হয়। চরিত্র সুন্দর হলে গৃহে সমন্বয় দেখা দেবে, গৃহের সমন্বয় এলে জাতীয় জীবনে শৃঙ্খলা আসবে। জাতির জীবনে শৃঙ্খলা এলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। প্রথম বিভাগের ছাত্রদের মনের মধ্যে ধর্মীয় অনুশাসনের গুরুত্ব সঞ্চারিত করবার জন্য ধর্মের সহমূল্যবোধের সাথে সম্পর্কিত কাহিনী গুলো যেমন, “সততা”, “মানব সেবাই মাধব সেবা”, “মানুষের বিরাটত্ব তার উদ্যমে” এবং “মা হলেন দেবতা” প্রভৃতি প্রথম বর্ষের পাঠক্রমে তালিকাভুক্ত করা হয়েছে।

4. Dharma Vahini[/vc_column_text][/vc_column][/vc_row]