- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/bn/ -

রত্নমালা

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”bn-hind-siliguri”][vc_column_text el_class=”bn-hind-siliguri”]
  1. কর্তব্য সম্পাদনের ক্লেশ অনেকটাই লাঘব করা যায় যদি তা নাম স্মরণ এর সাথে করা যায়।
  2. কীর্তন এর মান সঠিক রাগ এবং তালের উপর নির্ভরশীল নয়। প্রেমের ভাব এবং স্বতঃস্ফূর্ত নিবেদন কীর্তনের মান নির্ধারণ করে।
  3. একজন দুষ্ট চরিত্রের মানুষ অন্যের সামান্যতম দোষ ত্রুটিকেও বড় করে দেখে এবং নিজের ত্রুটি গুলোকে উপেক্ষা করে।
  4. দুষ্টকে সাহায্য করা ক্ষতিকারক, ঠিক যেমন সাপকে দুধ খাওয়ালে তা শুধু তার বিষ বর্ধনে সহায়ক হয়।
  5. কোন নাম স্মরণ করা হচ্ছে তা জরুরি নয় নিয়মিত এবং নিরন্তর নাম স্মরণই আসল।
  6. ফলের আশা ঈশ্বর এবং মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি করে। ঈশ্বরের প্রতি নিঃস্বার্থ প্রেম সবকিছুকে জয় করতে সাহায্য করে।
  7. কার্যের পরিপূর্ণতা আসে ফলে। ঈশ্বরকে অর্পণ করে কাজ করলে তা অধিক ফলপ্রসূ হয়।
  8. ক্রোধ এবং অসহিষ্ণুতা হল সঠিক উপলব্ধির পথে এক জোড়া অন্তরায়।
  9. প্রত্যেকের কর্মক্ষমতার একটি নির্দিষ্ট সীমা আছে। যখন মানুষ নিজেকে সকল কাজে পারদর্শী মনে করে তখন ঈশ্বর তার অহমিকা কে দমন করেন।
  10. যখন কোন মানুষকে ভুল করতে দেখি তখন মনে হয় আমিও ভুল করেছি। যখন কোনো লোভী মানুষকে দেখি মনে হয় আমিও একসময় ওই রকম ছিলাম। এই ভাবেই আমি পৃথিবীর সকল মানুষের সঙ্গে আত্মীয়তা অনুভব করি এবং বুঝতে পারি যে যতক্ষণ না ক্ষুদ্রাতিক্ষুদ্র ব্যক্তিটিও সুখী হবে ততক্ষণ আমি সুখী হতে পারব না।
  11. একসময় মনে করতাম ঈশ্বর সত্য। এখন জানি যে সত্যই ঈশ্বর।
  12. দৈনন্দিন কর্মে শৃঙ্খলা, শান্তি এবং প্রতিক্রিয়া নিয়ে আসার একমাত্র পথ প্রার্থনা। এটি প্রত্যুষের চাবি এবং রাত্রের তালা।
  13. দুঃখ-দুর্দশা কে যখন দমন করা যায় না তখন প্রার্থনা এবং উপবাস করতে হয়। দেহের জন্য খাদ্য যতটা না প্রয়োজন তার থেকে অনেক বেশি প্রয়োজন আত্মার জন্য প্রার্থনা। ধর্ম আমাকে এই শিক্ষাই দেয়।
  14. প্রার্থনা কোন চাহিদা নয় আত্মার আর্তি। প্রার্থনা জীবনের প্রথম এবং শেষ পাঠ যা আত্মত্যাগের মতো মহান এবং নির্ভীক কর্মসম্পাদনে অনুপ্রাণিত করে।
  15. ক্ষমার চরম প্রকাশ হ’ল অহিংসা।
  16. প্রচেষ্টাতেই পরিতৃপ্তি সাফল্যে নয়। সম্পূর্ণ প্রচেষ্টাই চূড়ান্ত জয়।
  17. ব্রহ্মাণ্ড আমাদের। তাকে উপভোগ করো। কোনো চাহিদা রেখো না চাহিদা হল দুর্বলতা তা আমাদের ভিক্ষুকে পরিণত করে। আমরা রাজার সন্তান ভিখারি নই।
[/vc_column_text][/vc_column][/vc_row]