- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/bn/ -

ষড়রিপু

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”bn-hind-siliguri”][vc_column_text el_class=”bn-hind-siliguri”]

সত্য, ধর্ম, শান্তি, প্রেম ও অহিংসা এই পঞ্চ মূল্যবোধগুলো মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই নিহিত রয়েছে। স্বামী এগুলোর অনুশীলন ও আন্তরিক ভাবে তার বিকাশ সাধনের উপর বার বার জোর দিয়েছেন। এই পঞ্চ মূল্যবোধগুলো অনুশীলন ও অনুসরণ করার জন্য আমাদের ষড়রিপু যেমন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যা আমাদের অভ্যন্তরস্থ পঞ্চ মূল্যবোধগুলোকে গ্রাস করে রেখেছে, সেগুলিকে পরিত্যাগ করতে হবে। এর জন্য আত্মবিশ্বাস ও ঈশ্বরের প্রতি ঐকান্তিক বিশ্বাস অর্জন করতে হবে। আত্মবিশ্বাস হলো আমাদের জীবনের ভিত্তি। একবার যদি এই ভিত তৈরী হয়ে যায় আমাদের আত্মতুষ্টি ও আত্মত্যাগের জন্য সচেষ্ট হতে হবে। এই দুইয়ের অনুশীলন পরিণতিতে আমাদের আত্ম সাক্ষাৎকারের দিকে নিয়ে যাবে।

এই অংশে প্রদত্ত গল্পগুলোর ছাত্রদের কাছে বলা যেতে পারে এবং দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে এমনভাবে গল্পগুলোর উপস্থাপনা করতে হবে যার সাথে ছাত্ররা যেন সম্বন্ধ স্থাপন করতে পারে। ছাত্ররা নিজেদের জীবনের পঞ্চ মূল্যবোধগুলোর যেকোনো একটিকে অনুশীলন করে থাকলে তার বর্ণনা দিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে পারে।

[/vc_column_text][/vc_column][/vc_row]