- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/bn/ -

গুরু ভজন শিক্ষক

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”bn-hind-siliguri”][vc_column_text el_class=”bn-hind-siliguri”]

‘গু’ অর্থ অন্ধকার এবং ‘রু’ অর্থ দূর করা বা অপসারণ করা। গুরু অর্থ হল যিনি অন্ধকার দূর করেন বা অপসারণ করেন। মানুষের উচিত নিঃস্বার্থ প্রেমে হৃদয় পূর্ণ করে প্রতিটি মানুষকে আপন করে নেওয়া। পরিপূর্ণ ভালবাসার অভিজ্ঞতা অর্জন করতে হলে তোমার হৃদয় ভালবাসায় পরিপূর্ণ করতে হবে। এটাই হবে পরিপূর্ণ ভক্তির ফল বা পুরস্কার। ‘গুরু’ র আর একটি অর্থও আছে। ‘গু’ মানে হল গুণাতীত (ত্রিগুণ বা শক্তির তিনটি প্রবাহ বা ধারা যার দ্বারা সমগ্র বিশ্বব্রহ্মান্ড রচিত বা সৃষ্ট হয়েছে) এবং ‘রু’ মানে হল রূপ-রহিত (কোনো বিশেষ রূপ বা আকার বিহীন)। এটা সত্য যে কোনো মানুষ বা মরণশীল প্রাণী এই তিন গুণের উর্ধ্বে উঠতে বা অতিক্রম করে যেতে পারে না। একমাত্র ঈশ্বরকেই ত্রিগুণাতীত বলে বর্ণনা করা হয়। এবং ঈশ্বরই তোমার গুরু যিনি হৃদয়ে অধিষ্ঠিত রয়েছেন এবং যিনি সবসময় তোমাকে পরিচালিত করতে ও আলোকিত করতে প্রস্তুত। তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান এবং সর্বত্র বিরাজমান। – বাবা

গুরু হলেন সেই শ্রেষ্ঠ জন যিনি তার ছাত্রের অজ্ঞানতার অন্ধকার দূর করেন এবং মন ও ইন্দ্রিয় সমূহকে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার শিক্ষা দেন। যখন একজন সংসারের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে তার অন্তরস্থিত ঈশ্বরকে দেখতে সমর্থ হয়।

চলো আমরা আমাদের জগৎগুরু ভগবান শ্রী সত্য সাইবাবাকে এই গুরু ভজনগুলি গেয়ে বন্দনা করি।

[/vc_column_text][/vc_column][/vc_row]