নিজেকে শুদ্ধ ও পরিচ্ছন্ন রাখো

Print Friendly, PDF & Email
নিজেকে শুদ্ধ ও পরিচ্ছন্ন রাখো
যতিচিহ্নে বিরাম নিয়ে শিক্ষক ধীরে ধীরে পাঠ্যবস্তুটি পড়বেন।
জল বা প্রকৃতির কোন শব্দ আবহ সঙ্গীতের মত বাজাও।

ধীরে ধীরে বসো এবং সুখাসন বা পদ্মাসনের ভঙ্গিতে পা দুটি রাখো ।(ছেলেমেয়েরা যেখানে দাঁড়িয়েছিলো সেখানেই বসবে).

শিরদাঁড়া সোজা করে বোসো

হাঁটুর ওপর হাতদুটো রাখো

প্রত্যেকে গভীর ভাবে একবার প্রশ্বাস নাও ও নিঃশ্বাস ত্যাগ করো

এবার আমরা খুব শান্ত ভাবে এটা করার চেষ্টা করি

শরীরের প্রতিটি অঙ্গ স্থির রাখো এবং অনুভব করো ঘরটি কতটা নিস্তব্ধ

যদি তুমি চাও চোখ বন্ধ করতে পারো(৫ সেকেন্ড স্থির থাকো)

ক্লাস রুমের বাইরের শব্দ শোনা

বৃষ্টির ফোঁটা…. বাতাস… পাখিদের কলরবের শব্দ… একটি কুকুর ভৌ ভৌ করছে

চিন্তা করো কিভাবে নিজেকে পরিচ্ছন্ন রেখে নিজের যত্ন নিতে পারো

ধীরে ধীরে শরীর শিথিল করো এবং চোখ খুলে হাসি মুখে তাকাও

এখন আস্তে আস্তে তোমার উঠে দাঁড়াও ও কাছাকাছি চলে এসো। এবার বোসো।

আলোচনা:
  • তুমি কিসের কিসের আওয়াজ শুনেছিলে? আলোচনা করো।
  • তুমি যখন শান্ত হয়ে বসেছিলে তখন কি চিন্তা করছিলে?
  • তোমার কি রকম অনুভূতি হয়েছিল?
  • শান্ত সময় যদি তোমায় আনন্দ দিয়ে থাকে তবে হাত তোলো।

[মূল: সত্য সাই এডুকেশন ইন হিউমান ভ্যালুজ। ক্যারল অল্ডারম্যান কৃত শিশুদের চরিত্রের বিকাশ ও মানসিক অক্ষর জ্ঞানের জন্য পাঠ্যক্রম।]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: