শ্রবণেন্দ্রিয় – সঙ্গীত - Sri Sathya Sai Balvikas

শ্রবণেন্দ্রিয় – সঙ্গীত

Print Friendly, PDF & Email

শ্রবণেন্দ্রিয় – সঙ্গীত

আমার প্রিয় ছেলেমেয়েরা!

আরামদায়ক ভঙ্গিতে বোসো। তোমার নিঃশ্বাস প্রশ্বাসের ওপর খেয়াল রাখো। চোখ বন্ধ করো। তুমি পরমেশ্বর সাইয়ের মন্দিরে প্রবেশ করছো এবং সুন্দর ভজন শুনতে পাচ্ছ।

সকল মানুষেরা চোখ বন্ধ করে তাদের তৃতীয় নেত্র অর্থাৎ মনের চোখ দিয়ে ঈশ্বরকে দর্শন করছে। ভজন শুরু হয়েছে। গানগুলি এতই হৃদয়স্পর্শী যে তুমি নিজেকে হারিয়ে ফেললে ও তোমার মন প্রেমময় ঈশ্বরে বিলীন হয়ে গেল।

গানগুলো তোমার কানের মধ্যে দিয়ে প্রবেশ করে তোমার হৃদয় স্পর্শ করলো, তোমার মনকে বিগলিত করলো ও তোমার চিন্তাকে স্বস্তি ও শান্তি দান করলো। আমাদের ঈশ্বর তোমাদের এই বলে নিশ্চিন্ত করলো ‘ভয় কিসের যখন আমি এখানে আছি!’ হ্যাঁ! তাঁর চরণকমল আমাদের প্রিয়তম ও নিকটতম। শিশু যেমন করে মাকে আঁকড়ে ধরে, ঠিক তেমন করে তাঁর চরণদুটি শক্ত করে আঁকড়ে ধরো। সাই মায়ের ভালোবাসা হল হাজার মায়ের ভালোবাসার সমান।

সাই মায়ের হাত ধরে আস্তে আস্তে সেই দৈব ভাব বা অবস্থান থেকে বার হয়ে এসো এবং তোমার চোখ খোলো।

কার্যক্রম: নিম্নলিখিত প্রশ্নগুলো আলোচনা করা যেতে পারে :

১. তোমরা মন্দিরে কি দেখলে?

২. তোমরা কোন ভজনটি গাইলে?

[সূত্র: সাইলেন্স টু সাই – লেন্স, হ্যান্ড বুক ফর চিল্ড্রেন, পেরেন্টস এন্ড টীচার্স – চিত্রা নারায়ণ এবং গায়েত্রী রামচর্ন সাম্বু, এম এস কে, এ ইন্সটিটিউট অফ সত্য সাই এডুকেশন, মরিশাস পাবলিকেশন]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: <b>Alert: </b>Content selection is disabled!!