প্রতিজ্ঞা
প্রতিজ্ঞা
তোমরা বোধ হয় ‘ভিক্ষা মা’ বলে কথাটা শুনেছ। ব্রাহ্মণদের যখন পৈতে হয়, পৈতের পর যিনি প্রথম ভিক্ষা দেন তাকে ‘ভিক্ষা মা’ হিসেবে ডেকে তাকে মায়ের সম্মান দেওয়া হয়।
হুগলী জেলার একটি গণ্ডগ্রামে এক পরিবারে একটি ছেলের পৈতে হল। পৈতে হওয়ার পর তার যখন এই ভিক্ষে নেওয়ার সময় এল, এই ছেলেটি, এর নাম ‘গদাই’, এ বেঁকে বসল, “আমি কিন্তু আমার ভিক্ষে মা হিসেবে ঐ ধনী কামারণীকে চাই।” (ধনী নামের কামার পরিবারের এক বৌ।) বাড়ীর সবাই এতে খুব আশ্চর্য হয়ে গেল। কেউ কেউ রেগে গেল। আপত্তি তো প্রত্যেকেই করলো। তার কারণ হচ্ছে যে, অন্যান্য সব পরিবারের মতই এই ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পরিবারেরও নিয়ম ছিল যে ব্রাহ্মণের ছেলেকে পৈতের পর ভিক্ষা দেবে কোন একজন ব্রাহ্মণ স্ত্রীলোক এবং রামকুমার, সে তখন সেই পরিবারের অভিভাবক, সে বলল, “না, ধনী কামারণী হবে না। কোন ব্রাহ্মণ মেয়ের হাত থেকে এ ভিক্ষা নিতে হবে।” গদাই বেঁকে বসল। বলল, “না, তা হওয়ার কোন উপায় নেই। আমি যখন ছোট ছিলাম, তখন একদিন এই ধনী কামারণী আমাকে কোলে বসিয়ে বলেছিল, “বাবা, তুমি কি আমাকে মায়ের সম্মান দেবে? আমার বড় ইচ্ছা তোমার পৈতের পর তোমাকে আমি প্রথম ভিক্ষে দিয়ে আমি তোমার ভিক্ষে মা হব”। এই প্রার্থনায় শিশু গদাই তাতে “হ্যাঁ” বলেছিল। আজকে গদাই তাঁর সেই প্রতিশ্রুতি রক্ষা করবার জন্য বলল, “আমি কিন্তু ধনী কামারণী ছাড়া অন্য কারোর হাত থেকে ভিক্ষে নেব না। কারণ আমি তাকে কথা দিয়েছি।” তাকে বোঝানো হল যে, “তুমি এই ছোট বয়সে কথা দিয়েছ, এর কোনো দাম নেই।” নিয়ম রক্ষা করতে হবে।
পারিবারিক যে প্রথা তাকে বজায় রাখতে হবে। সমাজ যা চায়না তা করা উচিত নয়। কিন্তু গদাই যা ধরে রইল তা থেকে নড়ল না। শেষ পর্যন্ত ঐ ধনী কামারণীই ভিক্ষা দিলেন এবং গদাইয়ের ‘ভিক্ষা মা’ হলেন এই ধনী।
এরপর গদাইয়ের ওপর দায়িত্ব এল বাড়ীতে প্রতিষ্ঠিত ‘রঘুবীর’ ও ‘শীতলা’-র পূজা করার। এই দায়িত্ব নিয়ে গদাই খুব খুশী হল, খুব সুখী হল ও খুব আনন্দ পেলো। তার এই পূজা করতে খুব ভাল লাগত এবং সে এই রঘুবীরের পূজা করতে করতে তন্ময় হয়ে যেতো, বাইরের জগৎকে ভুলে যেত এবং সে তার হৃদয়ে ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করতে লাগল।
তোমরা নিশ্চয়ই এতক্ষণে এই গদাইকে চিনতে পেরেছ। হ্যাঁ, ইনি সেই শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব। তার এই ছোটবেলা থেকে সত্যের প্রতি এই আনুগত্য, প্রতিশ্রুতির প্রতি এই শ্রদ্ধা, এটা তার ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। তোমরাও চেষ্টা করবে যে, এর থেকে তার চরিত্রের এই দুটি বৈশিষ্ট্যকে বোঝবার এবং জীবনে অনুসরণ করবার।
প্রশ্নঃ
- গদাই প্রথম ভিক্ষা কার কাছ থেকে নিতে চাইল?
- রামকুমার কেন প্রতিদাদ করলেন?
- গদাই কি উত্তর দিল?
- এই কাহিনীতে পরিস্ফূট গদাই এর দুটি চারিত্রিক বৈশিষ্ট্য কি কি?