খ্রিস্টধর্ম
জানুয়ারি30
খ্রীষ্টধর্ম- প্রধান প্রধান নীতি
- তোমার শত্রু কে ভালোবাসো।
- যারা তোমাকে ঘৃণা করে তাদের ভালো করো।
- যারা তোমাকে অভিশাপ দেয় তাদের আশীর্বাদ করো। যারা তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তাদের জন্য প্রার্থনা ক’রো।
- যদি কেউ তোমার এক গালে চড় মারে তাহলে আরেক গাল বাড়িয়ে দিও।
- দিয়ে যাও, পরিবর্তে কিছু আশা করোনা।
- সর্বোচ্চ পিতার মত দয়াবান হও।
- অন্যকে বিচার করার আগে নিজেকে সংশোধন করো।
- অপরের বিচার করো না ঈশ্বর তোমার বিচার করবেন না।
- অন্যকে ক্ষমা করো ঈশ্বর তোমাকে ক্ষমা করবেন।
- অপরের কাছ থেকে যা আশা করোনা, অপরের প্রতি সেটা করো না
- আমি যেমন তোমাদের ভালোবাসি তেমনি একে অপরকে ভালোবাসো
- একে অপরকে ক্ষমা করো।
- হারিয়ে যাওয়া বা নিরুদ্দিষ্ট পুত্র তার পিতার গৃহে সর্বদা স্বাগত।
- ঈশ্বরের প্রতি প্রেম সহ তাঁর দিকে অগ্রসর হও, তাহলে তোমার জীবন ঈশ্বরময় হবে।
- স্বর্গরাজ্য তোমার ভিতরে অবস্থিত। আগে স্বর্গরাজ্য অনুসন্ধান করো, বাকি সকল কিছু তোমার উপর বর্ষিত হবে।
খ্রিস্টধর্ম – প্রার্থনা
error: