দ্বারকা

Print Friendly, PDF & Email
দ্বারকা

ভারতবর্ষের চারটি পবিত্র ধামের মধ্যে একটি হল দ্বারকা। কৃষ্ণ এই নগরের রাজা ছিলেন। এই কিংবদন্তি নগর মানুষের সৃষ্ট নয়। কৃষ্ণ স্থানটি পছন্দ করার পর, বিশ্বকর্মা পরিকল্পনা করে নগরটি তৈরী করেন। মহাভারতের যুদ্ধের কিছু বছর বাদে, গান্ধারীর অভিশাপ ফলপ্রসূ হয়। যাদবরা নিজেদের মধ্যে যুদ্ধ করে নিজেদের মেরে ফেলে।

দ্বাপর যুগের পরিসমাপ্তি ঘটে এবং কৃষ্ণের অবতরণের উদ্দেশ্য পরিপূর্ণ হয়। একদা স্বর্গ, দ্বারকা, পতিত জমিতে (পরিত্যক্ত জমি) পরিণত হয়। পরবর্তী কালে কৃষ্ণের স্মৃতির সঙ্গে যুক্ত সবকিছুই সমুদ্র গ্রাস করে নিয়েছে। কিন্তু, আজও বহু পুণ্যার্থী দ্বারকায় যান এই ভেবে যে একদা কৃষ্ণ এই নগরের রাজা ছিলেন এবং এটি অতীব পবিত্র ও পুণ্য ভূমি।

বর্তমান মন্দিরটি গোমতী নদীর তীরে অবস্থিত এবং চার হাত যুক্ত মহিমাময় কৃষ্ণ মূর্তি ভক্তদের দৈব বালকের কথা মনে করিয়ে দেয়।

এই স্থানেই মীরা তাঁর জীবনের শেষ দিনগুলি কাটিয়েছেন, এবং পরিশেষে, মন্দিরে প্রবেশ করে ভগবানের সঙ্গে লীন হয়ে গিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: