বসুধৈব কুটুম্বকম

Print Friendly, PDF & Email
বসুধৈব কুটুম্বকম
(পশুপাখীর প্রতি দয়া)

বাসুধৈব কুটুম্বকম এমন একটি খেলা যেখানে পশুপাখীর ছাল, পালক বা গায়ের রঙের নমুনার সাথে সেই পশুপাখীর নাম মেলানো হয়।

উদ্দেশ্য ঃ

এই খেলা বাচ্চাদের ঈশ্বরের সৃষ্টির অনন্যতা বুঝতে ও প্রশংসা করতে শেখায় । যে সৃষ্টির বৈশিষ্ট্য হল বিস্ময়কর, অনুপ্রেরণাদায়ক

বৈচিত্রের ব্যাপক পরিধি । আমাদের শাস্ত্র বলে সমগ্র জগত ঈশ্বরের পরিবার আর তাঁর সকল সৃষ্টির মধ্যে দিব্যত্ব বর্তমান । আমাদের প্রচেষ্টা করতে হবে এই সচেতনতাকে আমাদের চিন্তা , বাক্য ও কর্মের মধ্যে প্রকাশ করার । এই খেলা বাচ্চাদের পশুপাখীর প্রতি বন্ধুত্বের ও সহমর্মিতার ভাব গড়ে তোলে এবং তার ক্ষতি করা থেকে নিবৃত্ত করে । আমাদের প্রিয় স্বামী বারংবার বলেছেন –
“ সবাই সমান আর সবাইকে সমান ভাবো”।বাচ্চারা যেন এই অন্তর্নিহিত একতাকে বুঝতে শেখে।

প্রাসঙ্গিক মূল্যবোধ ঃ
  • পর্যবেক্ষণ
  • স্মৃতি
  • কৌতূহলী মনোভাব
  • বিচার শক্তি
  • প্রকৃতি ও ঈশ্বরের প্রতি ভালবাসা ।
গুরুদের প্রস্তুতি ঃ
  1. গুরুরা এক গুচ্ছ ফ্ল্যাস কার্ড বানাবেন যাতে পশুপাখীর ছাল, পালক বা গায়ের রঙের ছবি থাকবে ।
  2. একই ভাবে অন্য এক গুচ্ছ ফ্ল্যাস কার্ড বানাবেন পশুপাখীর নাম দিয়ে ।
কি ভাবে খেলবে
  1. গুরু দুভাগে ক্লাসটিকে ভাগ করবেন ।
  2. প্রতিটি দলে কিছু ফ্ল্যাস কার্ড নাম ও ছবিসহ দেবেন ।
  3. উদাহরণ দ্বারা গুরু বাচ্চাদের বুঝিয়ে দেবেন পশুপাখীর ছাল। পালক বা গায়ের রঙের নমুনার সাথে তাদের নাম মেলাতে হবে । (যেমন – ময়ূর – পালক )
  4. কিছু সূত্র দেওয়া যেতে পারে ।
  5. যে দল সবকটি সঠিক ভাবে এবং সর্বাগ্রে মেলাতে পারবে সেই দলই বিজয়ী হবে ।
গুরুদের জন্য পরামর্শ :
  • গুরুরা ক্লাসটি আরো বেশি আকর্ষণীয় ও কার্যকরী করে তুলতে এর সাথে মানবিক মূল্যবোধ জুড়ে দিতে পারেন ।
    গুরুরা পশুপাখী শিকারের খারাপ দিক নিয়ে , পশু পাখীর চামড়ার জন্য শিকার ও জীবজন্তুর প্রতি অত্যাচারের বিপক্ষে আলোচনা করতে পারেন ।
  • ক্যুইজের আয়োজন করতে পারেন এই বিষয়ে ।
  • গুরুরা স্বামীর পশুপাখীর প্রতি প্রেম নিয়ে কথা বলতে পারেন – তাঁর কুকুর , সাই গীতা নামক হাতি , মরোগ , মহিষ , গরু , হরিণ ইত্যাদি ।
  • গুরুরা শাস্ত্র থেকে কামধেনুর গল্প বলতে পারেন, দৈব গরু যাকে গোমাতা হিসেবে পূজা করা হয় । হিন্দুরা গরুকে সুরক্ষা করতে ও শ্রদ্ধা করতে বিশ্বাস করে।
  • গুরুরা শিব পার্বতীর অতি পরিচিত পারিবারিক চিত্র নিয়ে আলোচনা করতে পারেন – যেখানে কার্ত্তিক , গণেশ এর সাথে নানা রকম পশুপাখী থাকে । এবং সবার মধ্যে সুন্দর সমন্বয়। ঠিক যেন বৈচিত্রের মধ্যে ঐক্যের ছবি।
  • খীর প্রতি দয়া নিয়ে সমবেত আলোচনা হতে পারে । বাচ্চাদের এই বিষয়ে পোস্টার বানাতে বলতে পারেন।
বিভিন্নতা :

গ্রুপ ১ – চামড়ার নমুনা মেলানো কোন সূত্র ছাড়া ।

গ্রুপ ২ – পাতার সাথে গাছ মেলানো।

পুরাণ থেকে শিক্ষা :

উদাহরণ – মাছ – মৎস্য অবতার , টিয়া পাখী – সুকমুনি , বাঘ – প্রভূ আয়াপ্পা , ময়ূর – কৃষ্ণ ও কার্ত্তিক ,কচ্ছপ – ইন্দ্রিয় সংযম , জেব্রা – জীবনের বৈচিত্র ( সুখ দুঃখ -সাদা কালো দাগ )

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: