সাউন্ড অফ মিউজিক
সাউন্ড অফ মিউজিক
উদ্দেশ্য :
যন্ত্র সঙ্গীতের একটি বিশ্বজনীন আবেদন আছে , যা ভাষা ও প্রদেশের সীমা অতিক্রম করে যায়। গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের শরীর ও মনের ওপর সঙ্গীতের এক গভীর প্রভাব আছে । মনকে শান্ত করতে ও মেজাজ ঠিক করার জন্য সঙ্গীত থেরাপির ব্যবহার করা হয়।
ভারতবর্ষে সঙ্গীত , বিশেষত যন্ত্র সঙ্গীতের সঙ্গে আধ্যাত্মিকতার যোগ রয়েছে কারণ ভারতীয় পুরাণ অনুযায়ী বেশীর ভাগ হিন্দু দেবদেবীর সঙ্গে কোন না কোন বাদ্যযন্ত্র যুক্ত আছে ।
দেবদেবীর মূর্তির সাথে বাচ্চারা পরিচিত যেহেতু বালবিকাশ ক্লাসে শেখানো হয় । সাউন্ড অফ মিউজিক একটি আকর্ষণীয় খেলা যা দেবদেবীর মূর্তির সাথে বাদ্যযন্ত্রের সংযোগ / যোগ দেখিয়ে দেয়।
প্রাসঙ্গিক মূল্যবোধ :
- পর্যবেক্ষণ
- স্মৃতিশক্তি
- বিচারবুদ্ধি
প্রয়োজনীয় সামগ্রী :
বাজানোর জন্য সঙ্গীত ।
গুরুর প্রস্তুতি:
গুরুকে অডিও ঠিক করে রাখতে হবে যার মাধ্যমে ছ’টি বাদ্যযন্ত্রের সঙ্গীত রেকর্ড করা থাকবে ।
- শিব – ডমরু
- কৃষ্ণ – বাঁশি
- সরস্বতী – বীণা
- নারদ – করতাল
- নন্দী – মৃদঙ্গ
কি ভাবে খেলবে
- বাচ্চারা জোড়ায় জোড়ায় বসবে ।
- গুরু তাদের হাতে কোন না কোন বাদ্যযন্ত্রের নাম / ছবির চিরকূট দেবেন ।
- গুরু সেই যন্ত্রের শব্দ মিউজিক সিস্টেম/ মোবাইল ফোনে বাজাবেন ( যেমন – ডমরু )
- বাচ্চাদের সেই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত দেবদেবীর নাম চিহ্নিত করতে হবে – সূত্রের সাহায্যে ।
( যেমন – ডমরুর আওয়াজ ) উত্তর – ভগবান শিব - এই ভাবে , তাদের বাকি দেবদেবীর রূপের নাম বলতে হবে বাদ্যযন্ত্রের আওয়াজের মাধ্যমে ।
- প্রত্যেক সঠিক উত্তরের সাথে নম্বর আছে ।
- যে জুটি যত বেশি প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের বিজয়ী ঘোষণা করা হবে।
- খেলাটি একটু চ্যালেঞ্জিং করার জন্য বিকল্প স্বরূপ বাচ্চাদের কাছে কোন সূত্র না দেওয়া ( যেমন বাদ্যযন্ত্রের ছবি)। তারা শুধুমাত্র বাদ্যযন্ত্রের আওয়াজ শুনে কোন দেবদেবী সেটি বাজায় চিহ্নিত করবে ।
বৈচিত্র :
দেবদেবীর সাথে তাদের স্ত্রী, বাহন অথবা মন্দিরের জোড় মেলানো ।
গুরুর জন্য পরামর্শ:
বাচ্চাদের শিক্ষা আরো বেশী কার্যকরী করার জন্য নিম্নলিখিত ভাবনা গুলি কাজে লাগানো ।
- শব্দের কম্পনের / তরঙ্গের গুরুত্ব – নাদব্রহ্ম ।
- বাদ্যযন্ত্রের অন্তর্নিহিত তাৎপর্য – বাঁশি ফাঁপা ও অহংকার বিহীন , শঙ্খ – পবিত্র অনুষ্ঠানে অথবা যুদ্ধ শুরুর আগে বাজানো হয় ।
- শঙ্খের নাম – কৃষ্ণ – পঞ্চজন্য , অর্জুন – দেবদত্তা
- বাদ্যযন্ত্রের বিভাগ –( স্ট্রিং যন্ত্র , হাওয়া যন্ত্র , পরকর্শন )
- ভজনে বাদ্য যন্ত্রের ব্যবহার মনটাকে ভাল করে দেয় ।
- যন্ত্র শিল্পীদের নাম ( হরি প্রসাদ চউরাসিয়া প্রভৃতি )
- সমবেত আলোচনা ক্লাসটিকে প্রাণবন্ত করে তোলার জন্য যাতে বাচ্চারা দেবদেবীর সাথে বাদ্য যন্ত্রের মিল দেখাতে অনায়াসে সক্ষম হয় ।