ওঁ তৎ সৎ
ওঁ তৎ সৎ
উদ্দেশ্য:
প্রত্যেক ধর্মের মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, যেগুলি সকল ধর্মের মধ্যে ঐক্যকে পরিস্ফূট করে। এই খেলার মাধ্যমে শিশুরা সর্ব ধর্মের একত্বকে অনুভব করতে শেখে।
প্রাসঙ্গিক মূল্যবোধ:
- স্মৃতি
- সহনশীলতা
- ভ্রাতৃত্ববোধ
- প্রশংসা
- দলগত একত্ব
- সর্বধর্মের ভজন শোনা /শেখা
প্রয়োজনীয় সামগ্রী:
- সেট ক – চারটি কার্ড , প্রত্যেকটিতে ধর্মের প্রতীক চিত্রিত থাকবে ।
- সেট খ – এই সেটের প্রত্যেকটি কার্ডে চারটি ধর্মের সাথে যুক্ত কিছু বৈশিষ্ট্য মিশ্র ভাবে বর্ণিত থাকবে ।
- উদাহরণ ঃ একটি কার্ডে বাইবেল , দেওয়ালি ,মক্কা , গুরু নানক । অন্য কার্ডে ঈদ -উল – ফিতর , ভগবৎ গীতা , যীশু খ্রীষ্ট , স্বর্ণ মন্দির । এই ভাবে অন্যান্য কার্ডগুলিতেও চারটি ধর্ম সংক্রান্ত শব্দ থাকবে ।
গুরুর প্রস্তুতি:
গুরু ওপরে উল্লেখিত দুই সেট কার্ড বানাবেন । আর নিজের কাছে সেট খ এর ব্যবহৃত প্রত্যেকটি ধর্ম সংক্রান্ত শব্দ চেকলিস্ট হিসেবে রাখতে ।
দ্রষ্টব্য:শব্দের সংখ্যা প্রত্যেকটি কার্ডে এক এক রকম হতে পারে কারণ এটি নির্ভর করে কটি বাচ্চা আছে তার ওপর ।
কি ভাবে খেলবে
- গুরু সবাইকে গোল হয়ে দাঁড়াতে বলবেন।
- গুরু নিজের কাছে সেট ক এর কার্ডগুলি রাখবেন
- সেট খ এর কার্ডগুলি ভাল করে ওলট পালট করে প্রত্যেক্টি বাচ্চাদের মধ্যে সমান ভাবে ভাগ করে দিতে হবে।
- বাচ্চারা বৃত্তাকারে ঘুরবে আর ওঁ তৎ সৎ / সর্ব ধর্মের ভজন বাজবে ।
- বাজনা থেমে গেলে তারাও দাঁড়িয়ে যাবে আর গুরু তাঁর কাছে থাকা ধর্মের প্রতীক চিহ্নিত কার্ড তাদের দেখাবেন।
- উদাহরণ স্বরূপ – যদি কার্ডে ক্রশ চিহ্ন থাকে –(✝)বাচ্চারা তাদের কার্ডে খ্রীষ্টান সংক্রান্ত শব্দ খুঁজবে ( যেমন – বাইবেল , এপোস্টেল , চার্চ ইত্যাদি )
- পরের বাচ্চাটি ওই শব্দ সম্বন্ধে একটি বাক্য বলবে (যেমন বাইবেল – খ্রীষ্টানদের পবিত্র গ্রন্থ ) । অতিরিক্ত নম্বর বাচ্চাটিকে উৎসাহিত করার জন্য দেওয়া হবে।
- গুরু ওঁর চেকলিস্টটা মিলিয়ে দেখবেন যে কোন প্রাসঙ্গিক শব্দ বাদ গেল কিনা । ( যেমন একটি বাচ্চার কার্ডে এপোস্টেল আছে কিন্তু সে শব্দটির মানে জানে না ) গুরু তাকে মানেটা বুঝিয়ে সাহায্য করবেন ।
- খ্রীষ্টান ধর্মের কার্ড হয়ে গেলে অন্য ধর্মগুলিও এই ভাবে খেলা হবে।
বৈচিত্র্য
দ্বিতীয় বিভাগের জন্য:
- সেট ক তে ধর্মের নাম থাকবে , সেট খ তে সেই ধর্মগুলির সাথে যুক্ত কিছু বৈশিষ্ট্য থাকবে । খেলার পদ্ধতিতে কোন পরিবর্তন থাকবে না ।
- ধর্মের পরিবর্তে , সেট ক এর কার্ডে উৎসব , প্রবক্তা / সাধু , পবিত্র গ্রন্থ , পূজার স্থান ইত্যাদি ।
- সেট খ এর কার্ডে উৎসব , পবিত্র গ্রন্থ ইত্যাদি । প্রত্যেকটি কার্ডে একটিই নাম থাকবে – ধর্মীয় গ্রন্থ অথবা উৎসব ইত্যাদি ।
- গুরু যেই পবিত্র গ্রন্থের নাম বলবেন – বাচ্চারা তখন সমস্ত ধর্মের পবিত্র গ্রন্থের নাম বলবে ।
এই খেলাটির মাধ্যমে বাচ্চারা সকল ধর্মের মধ্যে অন্তর্নিহিত ঐক্যকে উপলব্ধি করতে পারবে – “ ঈশ্বরের পিতৃত্ব আর মানবের ভ্রাতৃত্ব “
গুরুরা স্বামীর বাণী তুলে ধরতে পারেন – “ সকল ধর্ম একই ঈশ্বরের কাছে পৌঁছোয় যিনি প্রেমের প্রতিমূর্তি ।” আমাদের প্রত্যেক ধর্মকে সন্মান করা উচিৎ । এটাই সাই পথ ।