গণেশ শরণম্ পরম পাবনম্

Print Friendly, PDF & Email

Lyrics

Tunes

Meaning

Conversation

Raga

Mandir-version

কথা:
  • গণেশ শরণম পরম পাবনম সত্য সাইনাম গজাননম
  • নিত্যম্ শরণম পরম পাবনম সত্য সাইনাম গজাননম্
  • সৎগুরুচরণম্ পরম পাবনম সত্য সাইনাম গজাননম
  • ভবভয়হরণম্ পরম পাবনম সত্য সাইনাম গজাননম।।
অর্থ:

প্রভু গণেশের চরণে সশ্রদ্ধ প্রণাম জানাই। সম্পূর্ণ শুদ্ধ চিত্তে, সাই, যিনি স্বয়ং গজমুখ গণনাথ, তাঁর চরণে প্রণতি জানাই। যা আমাদের শুদ্ধ করে,সেই সাইয়ের নাম সবসময় স্মরণ করতে হবে; গজবদন যাঁর, সেই প্রভু গণেশকে স্মরণ করতে হবে। সৎগুরুর পবিত্র চরণ আমাদের শুদ্ধ করে; সাই ও গণেশের নামও আমাদের শুদ্ধ করে।সাই ও গজবদন প্রভু গণেশের নাম স্মরণ করলে আমাদের জন্ম ও মৃত্যুর চক্রের সব ভয় দূর হয়।

ব্যাখ্যা
গণেশ শরণম পরম পাবনম সত্য সাইনাম গজাননম হে প্রভু সত্য সাই, আমরা আপনার চরণে শরণাগত; আপনিই আবার হাতীর মতন মুখ, প্রভু গণেশের রূপ ধারণ করে থাকেন। আপনি পরম শুদ্ধতা দান করেন ও আপনি মঙ্গলময়।
নিত্য শরণম পরম পাবনম সত্য সাইনাম গজাননম হে পরম শুদ্ধতা দানকারী, আমরা প্রতিমুহূর্তে আপনাকে স্মরণ করে থাকি।প্রভু সাই যথার্থই স্বয়ং গণেশ।
সৎগুরুচরণম্ পরম পাবনম সত্য সাইনাম গজাননম ভগবান সাই, যিনি স্বয়ং প্রভু গণেশ, সেই আচার্য্য শ্রেষ্ঠের চরণে আমরা পরম শ্রদ্ধায় অবনত হই।
ভবভয়হরণম্ পরম পাবনম সত্য সাইনাম গজাননম আপনিই সেই এক সাই গণেশ, যিনি আমাদের পার্থিব জীবনের সকল ভয় দূর করে থাকেন এবং আমাদের শুদ্ধি ও মঙ্গল দান করে পূর্ণ করেন।

রাগ: বহুলাংশে সিন্ধুভৈরবী রাগের ওপর নির্মিত।

শ্রুতি: ডি# (পঞ্চম)

তাল: কাহারবা বা আদি তাল–৮ মাত্রা।we

ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি

Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_12/01JAN14/bhajan-tutor-Prem-Ganesha-Sharanam.htm

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: