অনুপম সুন্দর

Print Friendly, PDF & Email

Lyrics

Tunes

Meaning

Conversation

Raga

Mandir-version

কথা
  • অনুপম সুন্দর নন্দ কিশোরা
  • বৃন্দাবন ঘনশ্যাম
  • মুরলী মাধব রাধে গোবিন্দা
  • মধুসূদন ঘনশ্যাম, সত্য সাই সুন্দর শ্যাম
  • বৃন্দ বিহারী মন্দার গিরিধারী
  • কমল নয়ন ভগবান
  • ভক্তো কে প্রভু পর্তীশ্বর সাই
  • নটবর সুন্দর শ্যাম, সত্য সাই সুন্দর শ্যাম।।
অর্থ

নন্দের নন্দন, হে কৃষ্ণ! তোমার সৌন্দর্য্য অতুলনীয়! ঘন মেঘের মতন তোমার গায়ের রঙ; বৃন্দাবনে সবাই তোমাকে, রাধে গোবিন্দ, মধুসূদন এবং গিরিধারী বলে বন্দনা করে।হে পদ্মলোচন সত্য সাই! তুমি ভক্তজনের প্রিয় এবং সেই নৃত্যরত শ্যাম রূপে বন্দিত।

ব্যাখ্যা
অনুপম সুন্দর নন্দ কিশোরা হে নন্দের প্রিয় পুত্র! তোমার সৌন্দর্য্য তুলনাহীন।
বৃন্দাবন ঘনশ্যাম হে মনোমোহন নীলবরণ শ্যাম! যে বৃন্দাবনে তুমি লীলা করেছ এবং বালকরূপে সকলের মন জয় করেছ, সেই বৃন্দাবনের সকলের তুমি প্রিয়।
মুরলী মাধব রাধে গোবিন্দ ভক্তশ্রেষ্ঠা, রাধার প্রিয় হে ভগবান! তোমার মুখ থেকে স্বর্গীয় সঙ্গীত নির্গত হয়েছে। তুমি সত্যিই মায়ার অধীশ্বর, সৃষ্টির প্রভু।
মধুসূদন ঘনশ্যাম, সত্য সাই সুন্দর শ্যাম ওগো নীলবরণ সুন্দর ঠাকুর! তুমিই আমাদের অহংকর বিনাশ কর। তুমিই সেই এক ভগবান ,আবার সত্য সাইয়ের মনোহর রূপ ধারণ করে অবতীর্ণ হয়েছ।
বৃন্দ বিহারী মন্দার গিরিধারী হে সর্বশক্তিমান ঈশ্বর! তুমিই কড়ে আঙুলের সাহায্যে গোবর্ধন পর্বতকে তুলে ধরেছিলে, তুমিই সেই ঈশ্বর যিনি সমগ্র বৃন্দাবনকে মন্ত্রমুগ্ধ করেছিলেন।
কমল নয়ন ভগবান হে পরম সুন্দর ঠাকুর! তোমার চক্ষুদুটি পদ্মের মতন।
ভক্তো কে প্রভু পর্তীশ্বর সাই হে পরম প্রিয় প্রভু, তুমি সর্বদাই ভক্তদের পাশে থাক। তুমিই পুত্তাপর্তীশ্বর সত্য সাই !
নটবর সুন্দর শ্যাম সত্য সাই সুন্দর শ্যাম হে নীলবরণ আনন্দময় ঠাকুর! তুমিই এই মহাজগতের নৃত্যরত প্রভু; তুমি পরম কৃপাভরে সত্য সাইয়ের লাবণ্যময় রূপ ধারণ করেছ।।

রাগ: বৃন্দাবনী সারং

শ্রুতি: D# (পঞ্চম)

তাল: কাহারবা বা আদিতাল, ৮ মাত্রা

ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি

Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_12/01AUG14/Anupama-Sundara-Nanda-Kishora-radiosai-bhajan-tutor.htm

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: