ক্লাসে যেসব কাজ করতে বলা হয়েছে
বাসনার সীমিত করণ বিষয়ক খেলা কিভাবে ক্লাসে খেলানো যায়?
- প্রথম বর্ষের শিশুদের বলতে হবে, তাদের প্রিয় খেলনাগুলি বালবিকাশ ক্লাসে নিয়ে আসতে।
- মাটিতে খবরের কাগজ পাততে হবে।
- শিশুরা তাদের প্রিয় খেলনাগুলি ওই কাগজের ওপর রাখবে।
- এইবার খেলনাগুলো সরিয়ে কাগজটি মাঝখান থেকে ভাঁজ করতে হবে।
- শিশুরা এবার ওই ভাঁজ করা কাগজের ওপর খেলনাগুলো রাখবে। এখন কিন্তু কাগজটির মাপ আগের ঠিক অর্ধেক হয়ে গেছে। সুতরাং যেসব শিশুদের খেলনার সংখ্যা কম তাদের সবকটি খেলনাই ওই কাগজের মধ্যে ধরে যাবে। যাদের খেলনার সংখ্যা বেশী তাদের দুই একটি খেলনা বাদ পড়তে পারে। (কোনো শিশু নিজের সবকটি খেলনা রাখার জন্য অন্যদের সঙ্গে মারামারি করছে কিনা তার দিকে গুরুরা খেয়াল রাখবেন।)
- আবার সব খেলনা সরিয়ে কাগজটিকে আরেকটি ভাঁজ করতে হবে। এখন কাগজটি আরো ছোট হয়ে গেছে। এবার বাচ্চাদের তার ওপর খেলনাগুলি রাখতে বলতে হবে। শিশুদের হয়তো আরো কয়েকটি খেলনা সরিয়ে নিতে হবে। যতক্ষণ না শিশুদের একটি করে মাত্রা খেলনা রাখার মতন জায়গা থাকে, ততক্ষন এইভাবে খেলাটি চালিয়ে যেতে হবে।
কী শিখলাম
আলোচনার মাধ্যমে গুরুদের জানতে চেষ্টা করতে হবে ওই খেলনাগুলি যদি সত্যিই তাদের দরকার ছিল তাহলে কেন শিশুরা ওই খেলনাগুলিই সরিয়ে নিলো ?সব খেলনাগুলো রাখার মতন জায়গা কেন ছিলোনা ,তা বোঝাতে হবে ,ইত্যাদি। একেবারে শেষে গুরুরা বুঝিয়ে বলতে পারেন যে বাসনার সীমিতকরণ অভ্যাস করেও ,কত জামা ,বই ,খেলনা আমরা যাদের দরকার তাদের দিতে পারি।তবু আমরা কিন্তু সুখে স্বাচ্ছন্দেই থাকবো।
দিব্য কণ্ঠ শোনার জন্য এই বাক্সতে ক্লিক করুন।