শ্রী সত্য সাই এডুকেয়ার – পঞ্চভূত
আমাদের এই পার্থিব শরীর মানবিক মূল্যবোধকে রক্ষা করবার জন্য দেওয়া হয়েছে। মানুষের প্রতিটি ক্রিয়াকলাপে যেন নৈতিক মূল্যবোধ প্রকাশ পায়। – ভগবান শ্রী সত্য সাই বাবা, দিব্যবাণী, ২২শে নভেম্বর – ১৯৯৮
এডুকেয়ার হল একবিংশ শতাব্দীর বেদ।
‘এডুকেয়ার’ শব্দটির অর্থ হল, যা অন্তরে আছে তাকে বাইরে প্রকাশ করা। সত্য, ধর্ম, শান্তি, প্রেম ও অহিংসা এই পাঁচটি মূল্যবোধ মানুষের মধ্যে সুপ্ত অবস্থায় থাকে। এগুলিকে কর্মে প্রকাশ করার প্রক্রিয়াই হল শ্রী সত্য সাই এডুকেয়ার।
বিশ্ব ব্রহ্মান্ড পঞ্চ উপাদানের দ্বারা নির্মিত। শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ হল পাঁচটি তন্মাত্র বা পঞ্চভূতের পাঁচটি গুণ। আদি উৎস সদ্-চিদ্-আনন্দ, ঈশ্বর হতেই এই সব কিছু উদ্ভূত। এডুকেয়ার হল পঞ্চ মূল্যবোধ, পঞ্চ তন্মাত্র, পঞ্চ ইন্দ্রিয় এবং পঞ্চভূতের মধ্যেকার সম্পর্ক।