দলবদ্ধ ভাবে খেলা: বলো গোপালা
মূল্যবোধ:
গাণিতিক দক্ষতা, সতর্কতা
খেলা:
শিশুরা গোল হয়ে বসবে এবং পরপর ১ ২ ৩ ৪; প্রত্যেকবার ৫ বা তার গুণিতকে তারা বলবে “গোপাল”। এই ভাবে তারা ৫০ অথবা ১০০ পর্যন্ত গুনতে পারে। এর মধ্যে যে ভুল বলবে সে আউট হয়ে যাবে।
অতিরিক্ত প্রচেষ্টাঃ
রূপান্তরে “গোপাল” বলা যেতে পারে ৬, ১৬, ২৬, ৩৬ ইত্যাদি এবং ৬ এর গুণিতকেও করা যেতে পারে।
কার্যক্রম – এক মিনিটের খেলা
এটি একটি এক মিনিটের খেলা। চ্যালেঞ্জটি হলো, দেশলাই কাঠির সাহায্যে এক মিনিটে ‘জয় শ্রী কৃষ্ণ’ লেখা। ১ মিনিটে যে শিশু যত বেশি বার এটি লিখতে পারবে সেই বিজয়ী হবে। এ প্রসঙ্গে নীচের ছবিটি লক্ষ্য করুন।।