Motherly Love of Goddess Parvathi
দেবী পার্বতীর তার সব ভক্তদের প্রতি মাতৃসুলভ স্নেহ ভালোবাসা ছিলো। তিনি ছিলেন পবিত্রমনা এবং তিনি তার ভক্তদের ভ্রান্তি দূর করে ও সর্বদা রক্ষা করে তাদের ওপর আশীর্বাদ বর্ষণ করেন।
একদিন নরেন্দ্রনাথ নামে একজন ব্রাহ্মণ বালক যমুনা নদীতে স্নান করছিলো।
হঠাৎ সেখানে একটা কুমীর এলো এবং ছেলেটিকে কামড়ে ধরলো। ছেলেটি তখন দেবী পার্বতীকে ডাকতে লাগলো । সে এত করুণ স্বরে আকুল হয়ে প্রার্থনা করছিলো যে কৈলাশে অধিষ্ঠিত দেবী বিচলিত হয়ে উঠলো। দেবী তৎক্ষণাৎ সেই স্থানে ছুটে এলেন।
তিনি সেই ছেলেটিকে রক্ষা করার জন্য তাঁর সর্বশক্তি ,বিদ্যা ও পবিত্রতা ছেলেটির ওপর বর্ষণ করলেন। তাঁর শক্তির কঠোরতা এতই ভয়ানক ছিলো যে তা ছেলেটিকে এক প্রচণ্ড আলোর ঔজ্জ্বল্যে আলোকিত করে তুললো এবং সেই আলোর তীব্রতা কুমীরটি সহ্য করতে পারলো না। কুমীরটি নরেন্দ্রনাথকে ছেড়ে দিলো ও জলে অদৃশ্য হল ।
আমরা সবাই নরেন্দ্রনাথ যারা ভবসমুদ্র সাঁতরে পার হবার চেষ্টা করবার সময় কুমীর রূপ বিভ্রান্তির দ্বারা আক্রান্ত হই । যদি আমরা আনন্দময়ী ,করুণাময়ী ও মূর্তিময়ী পবিত্রতা দেবী পার্বতীর কাছে প্রার্থনা করি, তবে তিনি আমাদের আশীর্বাদ স্বরূপ সেই রূপ শক্তিতে বলীয়ান করবেন যা আমাদের সাহায্য করবে বিভ্রান্তির মোহ আবরন থেকে রক্ষা পেতে ও অমৃতের আলোয় মুক্তির স্বাদ পেতে।
[Illustrations by Selvi. Sainee, Sri Sathya Sai Balvikas Student]
[Source: Sri Sathya Sai Balvikas Guru Handbook Group I ]