এর পর কী ?
উদ্দেশ্য:
এই খেলাটিতে শ্রবণ ক্ষমতা বৃদ্ধি পায় ; শিশুদের যেটা শুনছে সেটা মনে রেখে পরে স্মরণ করে বলতে হয়। এতে শোনার দক্ষতাও বাড়ে।
সম্পর্কিত মূল্যবোধগুলি :
- একাগ্রতা
- স্মৃতি
প্রয়োজনীয় উপকরণ:
কোনটিই নয়
গুরুর প্রস্তুতি:
কোনটিই নয়
কীভাবে খেলতে হবে –
- গুরু তাঁর ক্লাসের বাচ্চাদের ছোট ,ছোট দলে ভাগ করে দেবেন।
- গুরু জোরে, জোরে দশটি শব্দ বলবেন যাদের একটার সঙ্গে আরেকটার কোন সম্পর্ক নেই। কোন শব্দ একবারের বেশি বলা যাবে না। ( উদাহরণ — মোমবাতি ,পদ্ম ,টিয়া পাখি ,হনুমান ,গঙ্গা ,কোরান ইত্যাদি )
- গুরু তাদের বলবেন খুব মন দিয়ে শুনতে এবং বলবেন যে তাদের এই শব্দগুলি মনে রাখতে হবে।
- প্রতিটি দলকে তিনি একটি করে কাগজ ও একটি করে পেন্সিল দেবেন।
- গুরুর বলা শেষ হলে তাদের কাগজে ওই দশটি শব্দ লিখে ফেলতে হবে।
- যে দল সঠিক ভাবে সবকটি শব্দ লিখতে পারবে, তারা পয়েন্ট পাবে।