জাতীয় পশু – বাঘ
- বাঘ অপূর্ব সুন্দর একটি ডোরাকাটা পশু। তার গায়ে হলুদ লোমে ঢাকা পুরু চামড়া, তার ওপর গাঢ রঙের ডোরাকাটা। বাঘের লাবণ্য, বল, ক্ষিপ্রতা, বিপুল শক্তি তাকে ভারতের জাতীয় পশুর মর্যাদা এনে দিয়েছে।
- বাঘের সংখ্যা হ্রাস পাওয়ায় ১৯৭৩ সালের এপ্রিল মাসে ‘প্রজেক্ট টাইগার’ বা ব্যাঘ্র পরিকল্পনা শুরু হয়। এই পরিকল্পনার অধীনে সারা দেশে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প প্রতিষ্ঠিত হয়েছে।
- জীবনের লক্ষ্যে উপনীত হওয়ার জন্য আমাদের বাঘের মতন সতর্ক ও ক্ষিপ্র হওয়া প্রয়োজন।
- ক্লাসে করণীয় কাজ — গুরুরা, মানুষের জীবনে প্রকৃতির গুরুত্ব এবং বন্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু করতে পারেন, শ্রী সত্য সাই এডুকেয়ার বা মূল্যবোধের শিক্ষার সঙ্গে এই ধরণের চিন্তা কীভাবে সম্পর্কিত তাও আলোচনা করা যেতে পারে।