- গজবদনা গণনাথা নাথা
- গৌরীবর তনয়া গুণালয়া
- গজবদনা গণনাথা নাথা
- বিদ্যাদায়ক বুদ্ধি প্রদায়ক
- সিদ্ধি বিনায়ক হে শুভ দায়ক
গজবদনা গণনাথা নাথা
কথাঃ
অর্থ:
হে গজমুখ প্রভু!তুমি গণেদের পতি এবং মাতা গৌরীর প্রিয় পুত্র; তুমি পরম করুণাময়! তুমি মঙ্গল ও শুভ দাতা।
ব্যাখ্যা:
গজবদনা গণনাথা নাথা | হে গজমুখ প্রভু! তুমি সকল গণেদের অধিপতি |
---|---|
গৌরীবর তনয়া গুণালয়া | হে মাতা গৌরীর (পার্বতী) প্রিয় পুত্র, তুমি গুণসাগর |
গজবদনা গণনাথা নাথা | হে গজমুখ প্রভু! তুমি সকল গণেদের অধিপতি |
বিদ্যাদায়ক বুদ্ধি প্রদায়ক | হে প্রভু তুমি সকল বুদ্ধি ও জ্ঞান প্রদান কর |
সিদ্ধি বিনায়ক হে শুভ দায়ক | হে প্রভু ! তুমিই আমাদের আধ্যাত্মিক বিচার শক্তি ও শুভ প্রদান কর। |
রাগ – সোহিনী (হিন্দুস্তানী) / হংসধ্বনি (কর্নাটকী)
শ্রুতি – সি# (পঞ্চম)
তাল – কাহারবা বা আদিতাল – ৮ মাত্রা
ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি
https://archive.sssmediacentre.org/journals/vol_14/01JAN16/bhajan-tutor-Gajavadana-Gananatha-Natha.htm