- পশুপতি তনয়া বাল গজানন
- তুম হো বিঘ্নবিনাশা গণেশা
- তুমহো বিঘ্নবিনাশা
- হে শিবনন্দন বাল গজানন
- বিদ্যা বুদ্ধি প্রদাতা
- মঙ্গল করো হে, মঙ্গল করো হে
- সুন্দর সাই গণেশা গণেশা
- সুন্দর সাই গণেশা
পশুপতি তনয়া বাল গজানন
কথা
অর্থ
পশুপতি শিবের প্রিয় পুত্রের নাম গান কর; প্রভু গজানন, গণেশ তিনি সকল বিঘ্ন দূর করেন। হে শিব তনয়, প্রভু গজানন! তুমি (আধ্যাত্মিক) জ্ঞান দাতা ও বুদ্ধি দাতা। যিনি মঙ্গল দাতা, সেই সুন্দর প্রভু সাই গণেশের নাম গান কর।।
ব্যাখ্যা
পশুপতি তনয়া বাল গজানন | হে শিবের প্রিয় পুত্র, গজমুখ গণেশ, তুমি সকল জীবের প্রভু |
---|---|
তুম হো বিঘ্নবিনাশা গণেশা | হে প্রভু গণেশ, তুমিই আমাদের সকল বাধা দূর কর। |
তুম হো বিঘ্নবিনাশা | তুমি সকল বিঘ্ন নাশ কর |
হে শিবনন্দন বাল গজানন | হে গণেশ, তুমিই শিবের প্রিয় পুত্র গজানন। |
বিদ্যা বুদ্ধি প্রদাতা | পরম জ্ঞান ও আধ্যাত্মিক বিচার ক্ষমতা প্রদানকারী, হে প্রভু গণেশ, তোমাকে প্রণাম জানাই। |
মঙ্গল করো হে, মঙ্গল করো হে | হে প্রভু গণেশ, আমাদের সর্বদা দয়া করুন, মঙ্গল বর্ষণ করুন। |
সুন্দর সাই গণেশা গণেশা | হে প্রভু সাই! তুমি সুন্দর! তুমিই আমাদের কাছে গণেশ। |
সুন্দর সাই গণেশা | হে প্রভু সাই! তোমার সৌন্দর্য ও মহিমা তুলনাহীন।। |
রাগ: মোহনম (কর্ণাটকী), ভূপালী (হিন্দুস্তানী)
শ্রুতি: D (পঞ্চম)
তাল: কাহারবা বা আদি তাল–৮ মাত্রা।
ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি
https://archive.sssmediacentre.org/journals/vol_13/01JAN15/bhajan-tutor-Pasupathi-Tanaya-Bala-Gajanana.htm