প্রেম
প্রেম সম্বন্ধে বাবার ব্যাখ্যা এই যে প্রেম হল,আত্মার জাগরণ, হৃদয়ের প্রস্ফুটিত হওয়া ও সম্প্রসারিত হওয়া এবং সকলের প্রতি স্বতঃস্ফূর্ত ভালবাসার প্রকাশ। সকলের মধ্যে ঈশ্বরের উপস্থিতির সহজাত বোধ ও প্রত্যক্ষ থেকে তার জন্ম হয়।
বাবা বলেন, “প্রেম হল স্বার্থপরতাহীন”। “ভালবাসা ও ক্ষমা করার মধ্যেই তার প্রকাশ”। প্রেমের সাহায্যে মানুষ ঈশ্বরের কাছে পৌঁছতে পারে ও তাঁর দিব্য সান্নিধ্যে থাকতে পারে, কারণ ঈশ্বর হলেন প্রেমস্বরূপ। তাই যখন কেউ প্রেমের মধ্যে থাকে,সে আসলে ঈশ্বরের সঙ্গেই থাকে। প্রেমের দৃষ্টিতে নিজের সঙ্গে অপর সকলের একাত্মতার ও অভিনন্নতার প্রত্যক্ষ হয়। যদি কারুর হৃদয়ে সর্বদা ঈশ্বরের প্রতি ভালবাসা বিদ্যমান রাখা যায়, তাহলে তার দ্বারা এই সত্য উপলব্ধ হয়, যে সকল মানুষ ভ্রাতৃসম,জানা যায় যে সকল প্রাণ আত্মীয়সম।
স্বামী বলেন, “সকলকে ভালবাস। আমার কাছে আসার এটাই পথ। আমি মিটার বা মাইলের নিরিখে দূরত্ব বিচার করিনা; প্রেমের গভীরতাই তোমাদের সঙ্গে আমার দূরত্ব স্থির করে।
অন্য চারটি মূল্যবোধের ভিত্তি হল প্রেম।
প্রেম যখন চিন্তায় অভিব্যক্তি পায়, তখন সেটা সত্য।
প্রেম যখন কর্মে রূপায়িত হয়,তখন তা ধর্ম আচরণ।
প্রেম অনুভবে ব্যক্ত হলে তা শান্তি।
প্রেম বুদ্ধিতে বিকশিত হলে তা অহিংসা।