- হর হর শঙ্কর শম্ভো সদাশিব ঈশা মহেশা
- তান্ডব প্রিয়কর চন্দ্রকলাধর ঈশা মহেশা
- অম্বা গুহ লম্বোদর বন্দিতা ঈশা মহেশা
- তুঙ্গ হিমাচল শৃঙ্গ নিবাসিত ঈশা মহেশা
হর হর শঙ্কর
কথা
অর্থ
প্রভু শঙ্করের একাধিক নাম জপ কর,যেমন শম্ভো, সদাশিব, মহেশ। তান্ডব নৃত্য (মহাজাগতিক নৃত্য) তোমার প্রিয়। তোমার ললাট চন্দ্ররূপ অলংকারের দ্বারা সুশোভিত। তুমি জননী অম্বার প্রিয়পুত্র লম্বোদর গণেশের দ্বারা পূজিত হও। তুমি হিমালয়ে বাস কর। এই দিব্য নামগুলি জপ করলে ভগবান সকল অশুভের বিনাশ করেন এবং সুরক্ষা প্রদান করেন।
ব্যাখ্যা
হর হর শঙ্কর শম্ভো সদাশিব ঈশা মহেশা | হে প্রভু শিব! দেবতাদেরও পরম দেবতা! তুমি নিত্য মঙ্গলময়, তুমি সংশয় দূর করো, তুমি প্রকৃতির অধীশ্বর, তুমি সকল সৌন্দর্য্য ও সমৃদ্ধির উৎস। |
---|---|
তান্ডব প্রিয়কর চন্দ্রকলাধর ঈশা মহেশা | হে প্রভু শিব! তুমি শ্রেষ্ঠ নর্তক এবং মহাজাগতিক সঙ্গীতের পরিচালক, যিনি বিশ্বে গতি সন্চার করে আনন্দ পান ও ত্রুটিহীন ভাবে তার সাম্য ও তালকে ধরে রাখেন। তুমিই কপালে অর্দ্ধচন্দ্রকে বহন কর। তুমি সর্বদা শান্ত ও সমাহিত। তুমিই সেই অধিপতি যিনি কালকে শাসন করেন। |
অম্বা গুহ লম্বোদর বন্দিতা ঈশা মহেশা | হে পরমেশ্বর শিব! তোমাকেই মাতা পার্বতী এবং প্রভু সুব্রহ্মণ্য ও প্রভু গণেশ পূজা করেন। তুমি সকল শক্তির অধীশ্বর। |
তুঙ্গ হিমাচল শৃঙ্গ নিবাসিত ঈশা মহেশা | হে প্রভু শিব! তুমি সবচেয়ে নির্মল এবং সেইসব হৃদয়ে তুমি বাস কর,যেগুলি হিমালয়ের মতন নির্মল ও অটল। তুমিই সেই ঈশ্বর যাঁকে আমাদের হৃদয়ের কন্দরে গভীর নীরবতার মধ্যে উপলব্ধি করা যায়। |
রাগ: মূলতঃ দরবারি কানাড়া
শ্রুতি: সি# (পঞ্চম)
তাল: কাহারবা বা আদিতাল — ৮মাত্রা।
ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি
Adopted from : https://archive.sssmediacentre.org/journals/vol_12/01FEB14/Hara-Hara-Shankara-Samba-Sadashiva-Eesha-Mahesha-bhajan-tutor-february.htm