স্থাপত্য

Print Friendly, PDF & Email
স্থাপত্য

ভারতবর্ষে’ স্থাপত্যশিল্পের কয়েকটি অপূর্ব’ নিদর্শন আছে। ইট নির্মিত স্থাপত্যশিল্পের জন্য ভারতের আদি সভ্যতা ও সিন্ধু উপত্যকার সভ্যতা বিখ্যাত হয়েছিল। সেইসব সভ্যতার ইতিহাস সম্বন্ধে প্রকাশিত পুস্তকে আমরা জানতে পারি যে, আমাদের প্রাচীন পূর্বপুরুষরা স্থাপত্যকলার ধারণায় অনেক অগ্রগামী ছিলেন। সিন্ধু উপত্যকার সভ্যতার পরবর্তী’, ভারতীয় ইতিহাসে বর্ণিত আর্য’যুগের আরম্ভে স্থাপত্য শিল্পে ধর্মী’য় ভাবের অনুপ্রবেশ ঘটে। এই যুগের প্রাচীনতম ধর্মীয় স্থাপত্য শিল্পের নিদর্শন হল বৌদ্ধস্তূপ। প্রাচীন যুগের বৌদ্ধরা বহু স্তম্ভের স্থাপন করেছিলেন, যেগুলির অধিকাংশই হয় ধ্বংস হয়েছে নয়তো ভেঙে পড়ে গেছে। সাঁচী স্তূপ বিশ্ব- বিখ্যাত। সম্রাট অশোক যখন বৌদ্ধ হন তখন তিনি এই স্তূপের সংস্কার সাধন করেন। পাহাড় কেটে স্তূপ বা মন্দির নির্মাণের অনেক উন্নতি বৌদ্ধরা করেন। হিন্দুদের স্থাপত্যকলার সবচেয়ে সুন্দর নিদর্শন হল ভারতের মন্দিরগুলি- যা ভারতীর বা বিদেশী- সকলের কাছেই সমান বিস্ময়কর। (হিন্দুরা যেখানেই থাকুক না কেন মন্দির নির্মাণ করবেই- এমন-কি, বিদেশেও)। স্থাপত্য শিল্পের অপূর্ব নিদর্শন ঐ সব বিশাল মন্দিরগুলির অধিকাংশই ধ্বংস হয়েছে আক্রমণকারী বৈদেশিক শক্তির দ্বারা- তবুও আজও তাদের কয়েকটি বিদ্যমান রয়েছে। উড়িষ্যার লিঙ্গরাজ মন্দির, কোণারকের সূর্য মন্দির, মধ্য প্রদেশের খাজুরাহো মন্দির এবং আরো অনেক মন্দির তাদের শিল্পকলার জন্য বিখ্যাত। দ্রাবিড় স্থপতিদের দ্বারা দক্ষিণ ভারতের অনেক বিশাল মন্দির নির্মিত হয়েছিল। দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দিরগুলি হল মাদুরার মীনাক্ষি মন্দির, কাঞ্জিভরমের ভরদ্বাজ মন্দির এবং মহীশূরের বেলুড়, হেলবিদ এবং গোমতেশ্বর মন্দির।

স্থাপত্যশিল্পের বহু বিস্ময়কর নিদর্শন আজও ভারতবর্ষে আছে যেগুলি মোগল স্থপতিদের দ্বারা নির্মিত; কিন্তু বহু হিন্দু ও বৌদ্ধ স্থপতিদের মতো এইসব স্থপতিদের নামও আমরা জানি না। অবশ্য সম্রাট শাজাহান নির্মি’ত তাজমহল নতুন করে পরিচিতির অপেক্ষা রাখে না। মার্বেল প্রস্তর নির্মিত এই স্মৃতিসৌধ পৃথিবীর অন্যতম বিরল এবং বিস্ময়কর স্থাপত্য হিসাবে কি ভারতীয় কি অ-ভারতীয় সকলের দ্বারাই স্বীকৃত হয়েছে। ভারতে মোগল যুগে কিছু সুন্দর মসজিদ নির্মিত হয়েছিল। মোগল যুগের দাসবংশের রাজত্বকালে কুতবমিনার স্তম্ভরূপে দিল্লীতে নির্মিত হয়, যা পৃথিবীতে এক বিরল শিল্প নিদর্শন। শাহাজানের পিতামহ আকবর শাহের নির্মি’ত উত্তর ভারতের ফতেপুর সিক্রি আজও স্থাপত্য শিল্পের এক আকর্ষণের বস্তু হয়ে রয়েছে।

জৈন ও শিখ সম্প্রদায়ের কিছু কিছু সুন্দর স্থাপত্য শিল্পের নিদর্শ’ন উত্তর ভারতে দেখা যায়।

অতীত যুগের ভারতীয়রা- তারা হিন্দু, মুসলমান, জৈন বা শিখ যে-কোনো সম্প্রদায়ভুক্ত হোক না কেন- স্থাপত্য শিল্পকলায় প্রভুত পারদর্শিতা লাভ করেছিল- যার জন্য আধুনিক ভারত গর্ব বোধ করতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: