অর্জুনের একাগ্রতা

Print Friendly, PDF & Email
অর্জুনের একাগ্রতা

অনেকদিন আগে ধৃতরাষ্ট্র নামে এক রাজা ছিলেন। তার ছোট ভাই পাণ্ডু অল্প বয়েসে মারা গিয়েছিলেন। ধৃতরাষ্ট্রের এক শত ছেলে ছিল, এদের কৌরব বলা হত। পাণ্ডুর পাঁচ ছেলে ছিল, এদের পাণ্ডব বলা হত। কৌরব এবং পাণ্ডব, উভয়েরাই দ্রোণচার্যের কাছে অস্ত্র শিক্ষা করত।

পাণ্ডবদের ভিতর তৃতীয় ছিলেন অর্জুন। আর কৌরবদের ভিতর জ্যেষ্ঠ ভাই ছিলেন দুর্যোধন। সকল ভাইদের ভিতর অর্জুন সবচেয়ে শ্রেষ্ঠ যোদ্ধা ও মনোযোগী ছাত্র ছিলেন। তার একাগ্রতা ও কঠোর পরিশ্রমের জন্যে তিনি দ্রোণাচার্যের খুব প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। এর জন্য দুর্যোধন ও তার অন্য ভাইয়েরা পাগুবদের হিংসে করত এবং দ্রোণাচার্যের কাছে এই পক্ষপাতিত্বের জন্য অনুযোগ করত। এই জন্য দ্রোণাচার্য একটি অস্ত্র পরীক্ষার আয়োজন করলেন।

একটি গাছে একটি কাঠের পাখী বেঁধে দিলেন। তীর ছুঁড়ে এর গলা কাটতে হবে। প্রথমে পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠিরকে ডেকে তীর দিয়ে পাখীকে লক্ষ্য করতে বললেন, তার নির্দেশ পেলে তীর ছুঁড়তে হবে। যুধিষ্ঠির তীর দিয়ে পাখীর দিকের লক্ষ্য স্থির করলে দ্রোণাচার্য জিজ্ঞেস করলেন কি কি যুধিষ্ঠির দেখছেন। যুধিষ্ঠির বললেন, তিনি উপস্থিত সকলকে, আকাশ, গাছ ও পাখীর পুরোটা দেখছেন। দ্রোণাচার্য বিরক্ত হয়ে তাকে চলে আসতে বললেন। দুর্যোধনকে এর পরে আসতে বললেন। দুর্যোধন তীর দিয়ে লক্ষ্য স্থির করলে পরে তাকেও জিজ্ঞেস করা হল, তিনি কি কি দেখছেন। তিনি জানালেন, তিনি লোকেদের দেখছেন না, তবে আকাশ, গাছ, গাছের পাতা এসব দেখছেন। দ্রোণাচার্য তাকেও সরে আসতে বললেন, একে একে সব ভাইদের, একইভাবে জিজ্ঞেস করলেন, সকলেই অন্য সব কিছু দেখছে বলে জানালেন। সবশেষে অর্জুনকে ডাকলেন, অর্জুন তীর দিয়ে লক্ষ্য স্থির করল। দ্রোণাচার্য অর্জুনকে জিজ্ঞেস করল, “অর্জুন তুমি কি গাছের উপর পাখীটিকে দেখতে পারছ?” অর্জুন উত্তর দিল, “হ্যাঁ, প্রভু”। “পাখীটি ছাড়া আর কি দেখছ?” দ্রোণ আবার জিজ্ঞেস করলেন। অর্জুনের উত্তর হল, “আর কিছুই না।” “তুমি কি গাছের পাতাও দেখছ না?” “না”। “পুরো পাখীটিকেই কি দেখছ?” “না, শুধুই পাখীর গলাটুকু।” দ্রোণ খুব খুশী হয়ে তীর ছুঁড়তে বললেন। গলাটি কেটে পড়ল। দ্রোণ এই পরীক্ষার সাহায্যে একাগ্রতার পরীক্ষা করতে চেয়েছিলেন, যদিও পরীক্ষাটির নাম অস্ত্র-পরীক্ষা বলেছিলেন। তিনি বোঝালেন যে কোনও কাজে একাগ্রতাই আসল। যে কাজ করতে যাচ্ছ শুধু সেদিকেই মন দেবে, অন্য দিকে নয়। একাগ্রতার অভাব হলে কাজে সফল হতে পারবে না।

প্রশ্নঃ
  1. অর্জুন কেন দ্রোনাচার্যের সব থেকে প্রিয় শিষ্য ছিলেন?
  2. পরীক্ষাটি কিসের ছিল অস্ত্র শিক্ষার না একাগ্রতার? নিজের ভাষায় বর্ণনা কর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।