বদ্রিনাথ, কেদারনাথ

Print Friendly, PDF & Email
বদ্রিনাথ, কেদারনাথ

হিমালয়, বরফে ডাকা দূর্গ সমান, ভারতীয়দের কাছে খুবই পবিত্র স্থল। ভগবৎ গীতায় কৃষ্ণ বলেছেন, “পর্বতের মধ্যে আমি হিমালয়।” এই পবিত্র পর্বত শৃঙ্গের ওপর, প্রায় তিন হাজার মিটার উচ্চতায় বিখ্যাত বদ্রিনাথ মন্দির অবস্থিত। উঁচু পর্বত মালা দিয়ে এটি বেষ্টিত। একদিকে নর নারায়ণ পর্বত আর অপর দিকে অলোকানন্দা প্রবাহিত।

দেবমূর্তিটি বিষ্ণুর প্রকাশ আর তাই বদ্রিনারায়ণ নামে প্রসিদ্ধ। সুন্দর মূর্তিটি ধ্যানমগ্ন মুদ্রায় দৃশ্যমান। দেবতার ললাটে বড় হীরে ঝলমল করে আর সর্বাঙ্গ নানাবিধ স্বর্ণালঙ্কারে শোভিত। যদিও বদ্রিনাথ একটি প্রাচীন, পবিত্র স্থান, এই মন্দির ও দেব মূর্তিটি দীর্ঘকাল ছিল বিস্মৃতির অতলে। শ্রী শঙ্করাচার্য, ধ্যানযোগে আবিষ্কার করেন যে মূর্তিটি অলকানন্দায় নিমজ্জিত হয়ে আছে এবং তাকে পূর্ব মহিমায় পুনঃ প্রতিষ্ঠিত করেন। বছরে ছয় মাসের জন্য মন্দিরটি খোলা থাকে। দেখে মনে হয় ছয়টি মাস প্রকৃতি নিজের জন্য সংরক্ষিত রাখে যখন পুরো জায়গাটা বরফে আচ্ছাদিত হয়ে থাকে। এই ছয় মাস, জোশিমঠে একটি বিকল্প মূর্তি পূজিত হয়। শীতের পরে যখন মন্দির খোলে, মানুষ এক অলৌকিক ঘটনার সাক্ষী হয় – যে প্রদীপটি, পুরোহিত মশাই মন্দিরের দ্বার বন্ধ করার সময় প্রজ্জ্বলিত করে যান, সেটি ছয় মাস বাদেও একই ভাবে প্রজ্জ্বলিত থাকে।

কেদারনাথের মন্দির শিবের উদ্দেশে উৎসর্গীকৃত। কেদারনাথের পথও ছয় মাস বরফে আটকা থাকে আর একটি বিকল্প মূর্তি উকিমঠে পূজিত হয়। কিংবদন্তি অনুযায়ী পান্ডব ভ্রাতাগণ, তাঁদের যাত্রার শেষ দিকে, কেদারনাথে বিশ্রাম নেন। দ্রৌপদী ততদিনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন আর এখানে পৌঁছে সহদেবও পরে মারা যান। এই সুন্দর প্রাকৃতিক শোভার মাঝখানে পান্ডবগণ বসে শিবের উপাসনা করেন। তখন থেকে, এই পবিত্র স্থানে শিবের পূজা হয়ে আসছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: