বেলুন খোঁজা

Print Friendly, PDF & Email
বেলুন খোঁজা
উদ্দেশ্য :

এই কাজটির উদ্দেশ্য শিশুদের মধ্যে শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা নিয়ে আসা। তাদের শৃঙ্খলার গুরুত্ব বোঝানো এবং একসঙ্গে কোনো কাজ করার সময় একজোট হওয়ার মানসিকতার প্রয়োজনীয়তা বোঝানো।

সম্পর্কিত মূল্যবোধগুলি :
  • শৃঙ্খলা
  • সমস্যার সমাধান করা
  • সিদ্ধান্ত নিতে পারা
  • দলে ঐক্যবদ্ধ থাকা
  • অন্যের সঙ্গে ভাগ করে নেওয়া ও অন্যের কথা ভাবা
প্রয়োজনীয় উপাদান সামগ্রী :
  1. বেলুন
  2. স্কেচ পেন
  3. গামলা /বালতি / চটের থলে
গুরুর প্রস্তুতি:

কোনটিই নয়

কি ভাবে খেলতে হবে
  1. গুরু প্রতিটি বাচ্চাকে একটি করে বেলুন ও স্কেচ পেন দেবেন।
  2. তিনি সবাইকে বেলুনটি ফোলাতে বলবেন ও তার ওপর বড় করে নিজেদের নাম লিখতে বলবেন।
  3. এবার তিনি যেকোনো একটি বাচ্চাকে সব বেলুনগুলি সংগ্রহ করে , গামলা /বালতি /চটের থলেতে রাখতে বলবেন।
  4. গুরু তিনবার তালি দিয়ে সংকেত করলে সব বাচ্চারা ছুটে গিয়ে গামলা থেকে নিজের বেলুনটি সংগ্রহ করবে ও নিজেদের জায়গায় ফিরে যাবে।
  5. এর ফলে অবশ্যই হাঙ্গামা ও বিশৃঙ্খলা তৈরী হবে, কারণ প্রতিটি বাচ্চাই কেবল তার নিজের বেলুনটাই তুলতে চাইবে।
  6. হাঙ্গামা শান্ত হলে এবং বাচ্চারা বেলুন নিয়ে নিজেদের জায়গায় বসলে গুরু বাচ্চাদের কাছে জানতে চাইবেন, এই খেলাটি আরো ভালোভাবে খেলার কোনো উপায় আছে কিনা যাতে শৃঙ্খলা বজায় থাকে এবং সময় কম লাগে।
  7. একটা উপায় হতে পারে যে “ক” যদি “খ” এর বেলুন পায়, তাহলে সে সেটি আবার ফেরত রেখে নিজের বেলুন না খুঁজে “খ” কে তার বেলুনটি দিয়ে দেবে।
  8. কোনো শিশু যদি এই উপায়টির কথা বলে তাহলে সে সর্বোচ্চ নম্বর পাবে !!
গুরুদের সুবিধার জন্য :
  • বেলুনের পরিবর্তে বালবিকাশ শিশুদের খাতাগুলিও সংগ্রহ করে একটি বাগে রাখা যেতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: