সতর্ক হও !

Print Friendly, PDF & Email
সতর্ক হও !
উদ্দেশ্য :

এই খেলাটি খেলতে গেলে বাচ্ছাদের একাগ্র ও সতর্ক হতে হবে যাতে তারা খেলার পারম্পর্য মনে রাখতে পারে।

সম্পর্কিত মূল্যবোধগুলি:
  • একাগ্রতা
  • স্মৃতি
  • সতর্কতা
প্রয়োজনীয় উপকরণ:

কোনটিই নয়

গুরুর প্রস্তুতি:

কোনটিই নয়

কীভাবে খেলতে হবে
  1. গুরু বাচ্চাদের লাইন করে বসবেন।
  2. তিনি বাচ্চাদের কীভাবে খেলতে হবে সেটা বুঝিয়ে দেবেন।
    ১ম -শিশু বলবে -১
    দ্বিতীয় শিশু বলবে – ২
    তৃতীয় শিশু বলবে– ওম
    চতুর্থ শিশু বলবে — ৪
    পঞ্চম শিশু বলবে –৫
    ষষ্ঠ শিশু বলবে –ওম ; এইভাবে চলতে থাকবে।
  3. এইভাবে খেলা চলবে কিন্তু প্রত্যেক ৩য় ,৬ষ্ঠ , ৯ম , দ্বাদশ শিশুকে মনে করে ওম বলতে হবে ,পরের সংখ্যা বললে হবে না।
  4. যদি কোন শিশু তার পালা এলে সতর্ক না থাকে /ভুল বলে তা হলে সে খেলা থেকে বেরিয়ে যাবে।
রকমফের :
  • ২,৪,৬ বলবে যীশু ; ১২, ১৩, ১৪ বলবে আল্লা ; ১৮,২০,২২ বলবে রাম ইত্যাদি।
  • ৫ বলবে প্রেম, ১৫ বলবে সত্য, ২৫ বলবে শান্তি; এইভাবে চলতে থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।