রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা
রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা
সুদৃঢ় ভিত্তিতে কাজ করার জন্য বিবেকানন্দ রামকৃষ্ণদেবের সন্ন্যাসী ও গৃহী ভক্তদের একটি সভায় আহ্বান করলেন এবং ১৮৯৭ খ্রীস্টাব্দের ১ মে তারিখে ‘রামকৃষ্ণ মিশন’ গঠিত হল। মিশনের উদ্দেশ্য যা-কিছু; তিনি ব্যাখ্যা করেন তা সবই হল আধ্যাত্মিকতা ও মানবহিতকারিতা। তাঁর ধারণাকে রূপ দেওয়ার জন্য প্রয়োজনীয় সব উপকরণ সংগ্রহ করেন। পরের বৎসর কলিকাতায় প্লেগ দেখা দেওয়ায় তিনি সন্ন্যাসী ও সাধারণ ভক্তদের সাহায্যে ত্রাণকার্য আরম্ভ করেন এবং দরিদ্র অধিবাসীদের এ ব্যাপারে সাহায্য করে তিনি প্লেগকে করায়ত্ত করেন, যার ফলে ঐ রোগ মহামারীর আকার ধারণ করতে পারে নি। তাঁর জীবনীকার বলেছেন- ‘স্বামীর অসংখ্য সাফল্যের সর্বশ্রেষ্ঠ ছিল তাঁর গুরুভাইদের ধর্মজীবনের পরিবর্তন সাধন- অর্থাৎ ব্যক্তিগত সাধনাকে জাতীয় সাধনায় পরিবর্তিত করা, যার মধ্যে জনহিতকর কার্য ও সহযোগীদের সেবা সর্বোচ্চস্থান অধিকার করেছিল।’