বৌদ্ধধর্ম

Print Friendly, PDF & Email
বৌদ্ধ ধর্মের প্রধান প্রধান নীতিঃ

নির্বানের অষ্টাঙ্গ মার্গ-

  1. যথাযথ বোধশক্তি/ দৃষ্টিশক্তি- জীবন সমন্ধে যথাযথ চিন্তা, বুদ্ধের মতো জ্ঞান ও দয়াপূর্ণ চোখে পৃথিবীকে দেখা।
  2. যথাযথ চিন্তা- আমরা যা, তাই আমরা চিন্তা করি। বিশুদ্ধ এবং দয়া পূর্ণ চিন্তা সৎ ও দৃঢ় চরিত্র গঠনে সহায়ক।
  3. যথাযথ বাক্‌- দয়াদ্র এবং সহৃদয় বাক্‌ অপরের শ্রদ্ধা এবং বিশ্বাস অর্জনে সাহায্য করে।
  4. যথাযথ আচরণ- আমরা যে কথাই বলি না কেন, আমাদের আচরণই আমাদের পরিচয়।অন্যকে সমালোচনা করার আগে নিজের আচরণের দিকে নজর দেওয়া উচিৎ।
  5. যথাযথ পেশা- এমন পেশা গ্রহণ করা উচিত যা অন্যদের আঘাত না করে। বুদ্ধ বলেছেন, অন্যের ক্ষতির পরিবর্তে জীবিকা নির্বাহ ক’রো না। অন্যকে দুঃখী করে নিজের সুখ অর্জন ক’রো না।
  6. যথাযথ প্রয়াস- অর্থপূর্ণ জীবনযাপনের অর্থ সর্বদা সময়ের সঠিক ব্যবহার। অপরপক্ষে বলা চলে নিজের অথবা অপরের ক্ষতি হয় এমন কাজে শক্তির অপচয় ক’রো না।
  7. যথাযথ মনোযোগ- চিন্তা বাক্য ও কর্ম সম্বন্ধে সচেতন হওয়া।
  8. যথাযথভাবে ধ্যান করা- যে কোনো একটি বিষয়ে একই সময়ে মনোনিবেশ করা। এর ফলে আমরা শান্ত থাকি এবং মানসিক শান্তি পাই।

অষ্টাঙ্গ মার্গ অনুসরণ করাকে একটি উদ্যান নির্মাণের সঙ্গে তুলনা করা চলে। বৌদ্ধধর্মে মন হলো মাটি; চিন্তা হলো বীজ; যেভাবে মানুষ বাগানের যত্ন করে তা হল কর্ম। আমাদের দোষ ত্রুটি গুলি আগাছা, বাগানকে আগাছামুক্ত করার অর্থ নিজেকে ত্রুটিমুক্ত করা। ফসল হল চিরস্থায়ী সুখ।

বৌদ্ধ ধর্ম – প্রার্থনা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।