আলোচনা (ভক্তি)

Print Friendly, PDF & Email
নিম্নোক্ত বিষয়ে আলোচনা-
  • পৃথিবীতে যাঁদের ভগবান রূপে শ্রদ্ধা জানানো হয়, তাঁদের তালিকা প্রস্তুত করা। (বোধ পরীক্ষণ- মাতৃদেব ভব, পিতৃদেব ভব
  • এমন কোন‌ ঘটনার বিবরণ যেখানে তুমি ভগবানকে স্মরণ করেছ ও ভগবান‌ তোমার প্রার্থনায় সাড়া দিয়েছেন। (বিশ্বাস ও আত্মনিবেদন)
  • তোমার প্রার্থনায় সাড়া দেবার পর কীভাবে তুমি ভগবানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে? (ঈশ্বরের স্তুতি)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।