ডিং ডং বেল

Print Friendly, PDF & Email
ডিং ডং বেল
উদ্দেশ্য:

এই কার্যক্রমের লক্ষ্য হল – ধীর ও অবিচলিতরাই জয়লাভ করে, এই সত্যটির গুরুত্ব প্রতিপন্ন করে একাগ্রতা ও অবিচলতার সঙ্গে কাজটি সম্পন্ন করা।

সম্পর্কিত মান:
  • প্রশান্তি, ধৈর্যশীলতা
  • একাগ্রতা
  • দৃঢ় সঙ্কল্প
প্রয়োজনীয় উপকরণ:

পূজার উপকরণ হিসেবে ব্যবহৃত ছোটো ঘন্টা

গুরুর প্রস্তুতি:

কোনটিই নয়

কি ভাবে খেলতে হবে
  1. গুরু ক্লাসের ছাত্রছাত্রীদের দুই দলে বিভক্ত করবেন।
  2. প্রথমে ‘ক’ দলের একজন শিশুকে ঘন্টাটি দেওয়া হবে।
  3. সেই শিশুটিকে ঘন্টাটি হাতে নিয়ে ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে এমন ভাবে হাঁটতে হবে যাতে ঘন্টার একটুও শব্দ না হয়। যদি তা না পারে, তবে সে খেলা থেকে বাতিল বা আউট হবে।
  4. এবার, এই খেলায় ‘খ’ দলের একজন শিশুর পালা।
  5. এই ভাবে খেলা চলতে থাকবে এবং যে দলের সবচেয়ে বেশী সংখ্যক ছেলেমেয়ে ওই নির্ধারিত কাজটি সুসম্পন্ন করতে সমর্থ হবে, সেই দলটি বিজয়ী বলে ঘোষিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।