শৃঙ্খলার উপর গেম
শৃঙ্খলার উপর গেম
নিয়ম বা অনিয়মের খেলা
গুরুরা শিশুদেরকে ক্যারাম বা দাবা অথবা যে কোন বোর্ডের খেলা খেলতে বলবেন-যার শর্ত থাকবে যে খেলায় কোন নিয়ম মেনে চলা হবে না। প্রথমে শিশুরা এতে খুব আনন্দ পাবে, কিন্তু খেলা শুরু হবার পর বুঝতে পারবে যে নিয়ম ছাড়া খেলে খেলায় কোন উৎসাহ থাকে না, শেষ পর্যন্ত বেনিয়মের খেলা তাদের কাছে একটি বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়াবে। পরে গুরু সকল শিশুর সাথে কীভাবে নিয়ম পালনের মাধ্যমে জীবনে উন্নতি সম্ভব ও নিয়ম ব্যতীত জীবনে যে কোন কল্যাণ সাধন হয় না, তা আলোচনা করবেন।
সঠিক প্রশ্ন-ভুল উত্তরের খেলা-
গুরুরা শ্রেণীর জন্য প্রশ্নপত্র প্রস্তুত করবেন। গুরুরা শিশুদের বলবেন যে তাঁর প্রথম প্রশ্নের উত্তর হবে ‘সাইরাম’। দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবার সময় শিশুরা প্রথম প্রশ্নের উত্তর দেবে, তৃতীয় প্রশ্নের উত্তর দেবার সময় দ্বিতীয় প্রশ্নের উত্তর দেবে, এভাবে খেলাটি চলতে থাকবে। উত্তর গুলি হবে খুব মজার এবং শিশুরা এটি উপভোগ করবে।
নীচে প্রশ্ন ও উত্তরের একটি নমুনা দেওয়া হ’ল-
১. | কখন দাঁত ব্রাশ করো? | সাইরাম |
২. | কখন টি.ভি দেখ? | সকালে |
৩. | কখন করাগ্রে মন্ত্র জপ করো? | স্কুল থেকে ফেরার পর সন্ধ্যায় |
৪. | কখন ব্রহ্মার্পণম জপ করো? | ঘুম থেকে উঠে দিনের কাজ শুরু করার আগে |
৫. | তোমার টেবিল কখন পরিস্কার করো? | প্রতিদিন খাবার আগে |
৬. | নগর সংকীর্তনে কখন যাও? | প্রত্যেক রবিবার বিকেল ৩টে থেকে ৪টে |
উত্তর গুলি কি মজাদার নয়?
শিক্ষণ-
শিশুদের কাছে উত্তর গুলি কেন মজাদার লাগলো ও তারা যদি তাদের প্রাত্যহিক জীবনে এগুলি এইভাবে পালন করে, তাহলে কী ঘটবে তা গুরুরা ব্যাখ্যা করবেন। জীবনে শৃঙ্খলা না থাকলে আমরা হাসির পাত্র হয়ে দাঁড়াব। গুরুরা ব্যাখ্যা করবেন যে শৃঙ্খলা ব্যতীত জীবন হ’ল সুতো ছাড়া ঘুড়ির মতো।