বাসনা

Print Friendly, PDF & Email
বাসনা

আচ্ছা বলতো, যদি আগুনে খানিকটা ঘি ফেলে দেওয়া হয় তাহলে কি হবে? আগুনটা বেড়ে যাবে তাই না? অর্থাৎ আগুনকে যদি তার খোরাক দেওয়া হয় তাহলে আগুনটা কমে না, বেড়ে যায়। আমাদের মনের ভেতর যে বাসনা, কামনাগুলো আছে, এগুলো ঠিক আগুনের মতো। একে যতো আহুতি দেওয়া হবে, একে যতই খাবার দেওয়া হবে ততই এর ক্ষিদে বেড়ে যাবে। যতো তুমি একে খাওয়াবে ততোই তুমি দেখবে এ আরো খেতে চাইবে।

The Pilgrim under Kalpataru

একটা গল্প বলি। একজন লোক সারাদিন দুপুর বেলার রোদ্দুরে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত একটা বটগাছের নীচে এসে জিরোতে বসলো। বটগাছটির সুন্দর। ছায়ায় আর ঠাণ্ডা হাওয়ায় তার শরীর জুড়িয়ে গেল। সে মনে মনে ভাবলো, যে এক গ্লাস জল পেলে তবেই আমার তৃপ্তি হতো। এই বটগাছটি আসলে কিন্তু কল্পতরু ছিল। যার ফলে এ চাওয়ামাত্র সঙ্গে সঙ্গে সেখানে একজন একগ্লাস ভারি মিষ্টি জল নিয়ে হাজির হ’ল। লোকটি জল খেয়ে বলল, “আঃ!” তারপরেই বলল, “ক্ষিদেও পেয়েছে, খাবারদাবার পেলেও এখন ভাল হত।” ওমা! তক্ষুণি একজন লোক নানারকম খাবার থালায় সাজিয়ে সেখানে হাজির হল এবং তাকে খেতে দিলো। লোকটি ভাবল, এ ভারি মজার ব্যাপার, সে ইচ্ছা করে আরও কতকগুলো খাবার যেগুলো সেখানে সাজানো নেই, মনে মনে খেতে চাইল। আর আশ্চর্য। এই লোকটিও সেই খাবারগুলি যেন তার কথা বুঝতে পেরে এনে দিল। লোকটি নিজেই খুব অবাক! বলছে, এসব কি হচ্ছে। খাওয়ার পরেতে সে ভাবলো, তোফা খাওয়া হয়েছে, এবার খাটিয়ার শুয়ে একটু ঘুমোলে ভাল হয়। অমনি সেখানে একটি খাটিয়া এসে হাজির। সে ঘুমোতে যাবে, তখন তার মনে হল, আমার স্ত্রী তো আমার কোনো কথাই বিশ্বাস করে না, এগুলো তো করবেই না। সে যদি আজ বেঁচে থাকতো তাহলে চোখে দেখতে পেতো। ওমনি হঠাৎ দেখে তার চোখের সামনে তার স্ত্রী দাঁড়িয়ে তাকে দেখছে। তার স্ত্রীকে দেখে কিন্তু লোকটির ভয় হয়ে গেল। সে ভাবলো, এ স্ত্রী, না ভূত, না পেত্নী, না ডাইনী। আর যখনই সে ভাবছে, ভূত, না পেত্নী, না ডাইনী ওমনি তার স্ত্রী ভূত, পেত্নী, ডাইনীতে পরিবর্তিত হয়ে যাচ্ছে। সে ভাবল, এ রাক্ষস হয়ে আমায় খেয়ে ফেলবে না তো। সত্যি তার স্ত্রী রাক্ষসী হয়ে তাকে খেয়ে ফেললো।

Appearance of ogress

এই হচ্ছে বাসনা। জীবন হচ্ছে কল্পবৃক্ষ, এর কাছ থেকে যা চাইবে তোমাকে সে দেবে এবং পরিণামে সে তোমায় খেয়ে ফেলবে।

কাজেই তুমি যদি সত্যিকারের সুখ চাও, সান্ত্বনা চাও তাহলে বাসনার একটা সীমানা টান, বাসনাকে কমাও। যে কোন জিনিসই চাইবার আগে তুমি ভেবে নাও, যে ওটি না পেয়ে তুমি এমন কি অসুখী, কি এমন দুঃখে আছো। মনে রেখে দিও, আগুনে যদি ঘি দেওয়া যায় তাহলে আগুন কমে না, বাড়ে এবং বাড়তে বাড়তে সব কিছুকে পুড়িয়ে দেয়।

প্রশ্নঃ
  1. লোকটি কোথায় বিশ্রাম নিতে চাইলো?
  2. সে কি কি চাইলো?
  3. এই গল্পটি থেকে কি শিক্ষা পেলে?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।