অগ্নি – 1

Print Friendly, PDF & Email
অগ্নি – ১

ভূমিকা

অগ্নি এই উপাদানটি আলোকের প্রতিনিধিত্ব করে। অগ্নি কে বলা হয় অগ্নি দেব, আগুনের দেবতা। আমরা অগ্নিকে পুজো করি, হোম যজ্ঞ করি, অগ্নিশিখা দিয়ে দেব দেবীর আরতি করি।

গুণ

অগ্নির তিনটি গুণ, শব্দ, স্পর্শ এবং রূপ। আগুন নিজে জ্বলে কিন্তু অপরকে আলোক দেয়। এর থেকে শক্তি প্রবাহিত হয়। সূর্য একপ্রকার আগুনের গোলা। সূর্য আমাদের আলো এবং শক্তি দেয়। অগ্নি হলো জ্ঞানের প্রতীক। আলো যেমন অন্ধকার দূর করে জ্ঞানও তেমনি অজ্ঞতার অন্ধকার দূর করে। আগুন অশুদ্ধ কে পুড়িয়ে ফেলে পদার্থকে শুদ্ধ করে- যেমন সোনা। অগ্নি পবিত্রতার প্রতীক। যখন জ্ঞানের আলো প্রজ্জ্বলিত হয় তখন ঘৃণা, হিংসা, বিদ্বেষ লোভ প্রভৃতি অসৎ গুণ অপসৃত হয়। সৎ গুণ সেই স্থান দখল করে। আগুনের শিখা সর্বদা ঊর্ধ্বমুখী, আমাদেরও সর্বদা উচ্চ আদর্শ এবং মহৎ চিন্তার অনুবর্তী হতে হবে।

গল্প

পথ চলতে চলতে একদিন একজন সাধু একটি ছেলেকে একটি তারের বাদ্যযন্ত্র বাজিয়ে বাজে সিনেমার গান করতে দেখলেন। তিনি এক জায়গায় দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বললেন, “ঈশ্বর তুমি মহান। তোমার ইচ্ছা বিনা গাছের একটি পাতাও নড়ে না।’’ ছেলেটি এই কথা শুনে খুব রেগে গেল, তার বাদ্যযন্ত্রটা দিয়ে সাধুর মাথায় এমন জোরে আঘাত করলো যে যন্ত্রটা ভেঙে গেল। সাধু একটু হেসে সেখান থেকে চলে গেলেন। নিজের কুটিরে পৌঁছে সাধু তার শিষ্য কে সমস্ত ঘটনা বললেন আর ওই ছেলেটিকে যন্ত্রের মূল্য বাবদ কিছু টাকা এবং কিছু মিষ্টি দিয়ে আসতে বললেন। তাকে বলতে বললেন যে ক্রোধ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং সাধু নিজেও দুঃখিত কারণ তাঁর কারণেই এই ছেলেটি রেগে গিয়েছিল। উপহার আর সদুপদেশ শুনে ছেলেটির মনে অনুশোচনা জাগলো, তার চোখ দিয়ে অনুতাপের অশ্রু পড়তে লাগলো। সে সাধুর কাছে এসে ক্ষমা চাইল।

উদ্ধৃতি

অগ্নি যেমন উজ্জ্বল ও তেজদীপ্ত, চিন্তাও হোক তেমনই ন্যায় দ্বারা উদ্দীপ্ত।

নীরব উপবেশন

শিশুরা শান্ত হয়ে, সোজা হয়ে বসবে। মনে মনে চিন্তা করবে – মনে করো সামনে একটি জ্বলন্ত আগুনের শিখা আছে। আগুনের শিখাটি প্রথমে নিজের দুই ভ্রুর মাঝখানে নিয়ে তারপর মস্তিষ্কে নিয়ে এসো। মনে কর এবং ধীরে ধীরে বল, যেখানে আলো আছে অন্ধকার সেখানে থাকতে পারেনা। আমার সকল বাজে চিন্তা দূর হয়ে যাক। ভালো চিন্তায় আমার মন পরিপূর্ণ হোক। আমি যেন সবসময় শুধু ভালো চিন্তা করি

কার্যক্রম

তিন রকমের কার্ড বানাতে হবে। ছেলেমেয়েদের তিনটি দলে ভাগ করতে হবে। (a) জীবিকা, (b) তারা যে কাজ করে (c) উত্তাপের উৎস – এক এক দলকে এক এক রকম কার্ড দিতে হবে।

আলোচনার বিষয়
  1. মানব দেহের মধ্যে আগুন আছে (থার্মোমিটার দেহের তাপমাত্রা দেখায়। মৃত্যুর পর মৃতদেহ ঠাণ্ডা হয়ে যায়।)
  2. সূর্যের মধ্যে আগুন আছে। ( কনভেক্স লেন্স দিয়ে সূর্য রশ্মি কেন্দ্রীভূত করে শুকনো কাগজের উপর ফেললে কাগজ পুড়ে যায়।)
  3. কাঠ ও পাথরের মধ্যে আগুন আছে।(দুটো কাঠ বা পাথরকে ঘষলে তার থেকে আগুন উৎপন্ন হয়)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।