মনের স্থিরতা

Print Friendly, PDF & Email
মনের স্থিরতা
উদ্দেশ্য:

এটি একটি আনন্দদায়ক ও উত্তেজনা পূর্ণ কর্মকান্ড যা মানসিক ভারসাম্য রক্ষা করার গুরুত্ব ও এভাবেই সমতায় সপ্রতিভ থাকার ওপর জোর দিয়েছে।

সম্পর্কিত মান বা মূল্যবোধ:

একাগ্রচিত্ত হয়ে মনোনিবেশ

ধৈর্যশীলতা, প্রশান্তি

দৃঢ় সঙ্কল্প, দৃঢ় প্রতিজ্ঞা

প্রয়োজনীয় উপকরণ:

একই আকার ও ওজনের দুটি বই

খেলার পদ্ধতি
  1. গুরু তার ক্লাসের শিশুদের দুটি দলে ভাগ করবে এবং দুটি বইয়ের একটি করে বই প্রতি দলের একজন শিশুকে দেবে।
  2. গুরু তারপর বইটি ‘ক’ দলের একটি শিশুর মাথায় স্থাপন করবে এবং তাকে বলবে যে বইটি স্পর্শ না করে সেটির ভারসাম্য রক্ষা করতে ও এভাবেই সমাপ্তি বিন্দুর (finishing point) দিকে এগিয়ে যেতে।
  3. ‘খ’ দলের শিশুটিও একই ভাবে খেলবে।
  4. যদি বইটি না ফেলে দুজন শিশুই সমাপ্তি বিন্দুতে পৌঁছোতে পারে তবে দুই দলই পয়েন্ট পাবে।
  5. বাকী শিশুদের নিয়েও কার্যক্রম চলতে থাকবে।
  6. যেই দলের সবচেয়ে সংখ্যক শিশু সফল হবে, সেই দলই প্রথম হবে।
গুরুদের জন্য:

গুরু গল্পের মধ্যে দিয়ে নিম্ন লিখিত কর্মকান্ডগুলি শিশুদের বলতে পারে:

  • তেলপূর্ণ পাত্র হাতে নিয়ে নারদ মুনির পৃথিবী প্রদক্ষিণের গল্প।
  • সেই সব মহান ব্যক্তিত্ব যাদের একাগ্রচিত্ত ও মনোযোগ, মনের স্থিরতা, অবিচলতা তাদের খ্যাতি ও সম্মান অর্জনে সাহায্য করেছে, তাদের জীবন কথা বা উপাখ্যান।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: