মনের স্থিরতা
মনের স্থিরতা
উদ্দেশ্য:
এটি একটি আনন্দদায়ক ও উত্তেজনা পূর্ণ কর্মকান্ড যা মানসিক ভারসাম্য রক্ষা করার গুরুত্ব ও এভাবেই সমতায় সপ্রতিভ থাকার ওপর জোর দিয়েছে।
সম্পর্কিত মান বা মূল্যবোধ:
একাগ্রচিত্ত হয়ে মনোনিবেশ
ধৈর্যশীলতা, প্রশান্তি
দৃঢ় সঙ্কল্প, দৃঢ় প্রতিজ্ঞা
প্রয়োজনীয় উপকরণ:
একই আকার ও ওজনের দুটি বই
খেলার পদ্ধতি
- গুরু তার ক্লাসের শিশুদের দুটি দলে ভাগ করবে এবং দুটি বইয়ের একটি করে বই প্রতি দলের একজন শিশুকে দেবে।
- গুরু তারপর বইটি ‘ক’ দলের একটি শিশুর মাথায় স্থাপন করবে এবং তাকে বলবে যে বইটি স্পর্শ না করে সেটির ভারসাম্য রক্ষা করতে ও এভাবেই সমাপ্তি বিন্দুর (finishing point) দিকে এগিয়ে যেতে।
- ‘খ’ দলের শিশুটিও একই ভাবে খেলবে।
- যদি বইটি না ফেলে দুজন শিশুই সমাপ্তি বিন্দুতে পৌঁছোতে পারে তবে দুই দলই পয়েন্ট পাবে।
- বাকী শিশুদের নিয়েও কার্যক্রম চলতে থাকবে।
- যেই দলের সবচেয়ে সংখ্যক শিশু সফল হবে, সেই দলই প্রথম হবে।
গুরুদের জন্য:
গুরু গল্পের মধ্যে দিয়ে নিম্ন লিখিত কর্মকান্ডগুলি শিশুদের বলতে পারে:
- তেলপূর্ণ পাত্র হাতে নিয়ে নারদ মুনির পৃথিবী প্রদক্ষিণের গল্প।
- সেই সব মহান ব্যক্তিত্ব যাদের একাগ্রচিত্ত ও মনোযোগ, মনের স্থিরতা, অবিচলতা তাদের খ্যাতি ও সম্মান অর্জনে সাহায্য করেছে, তাদের জীবন কথা বা উপাখ্যান।