রূপ ধ্যান

Print Friendly, PDF & Email
রূপ ধ্যান

আমরা সকলে ভগবান শ্রী সত্য সাই বাবার অভয়হস্ত মুদ্রায় দাঁড়িয়ে থাকা রূপটি কল্পনা ক’রে তাতে মনোনিবেশ করি। ভগবান বাবার মাথার চারপাশে ঘিরে থাকা নরম চুলের দিকে মনোযোগ দাও। পূর্ণচন্দ্রের মত সৌন্দর্য ও নীলাভ মেঘমালার আভাযুক্ত তাঁর শ্রীমুখের দিকে তাকাও। নক্ষত্রের মত জ্যোতির্ময় তাঁর সুন্দর চোখ দুটি আমাদের হৃদয়কে স্পর্শ করে। দেখো, তিনি তাঁর আকর্ষণীয় হাসি দিয়ে আমাদের অভ্যর্থনা জানাচ্ছেন। তাঁর বলিষ্ঠ কাঁধ দুটির দিকে তাকাও যে কাঁধ জগতের সকল ভার বহন করে ও তাঁর ভক্তদের পথ থেকে সকল অশুভ শক্তিকে অপসারিত করে।

তিনি ডান হাতে বরাভয় মুদ্রায় আমাদের আশীর্বাদ করছেন, ‘অভয় ‘শব্দের অর্থ’ ভয় কোরো না। কারণ স্বামী বলেছেন ‘কেন ভয় করছো যখন আমি উপস্থিত আছি?’ তিনি সর্বদা আমাদের অনুপ্রাণিত করতে, পথ দেখাতে ও রক্ষা করতে উপস্থিত থাকেন। “তিনি সকলের আশ্রয় ও করুণার এক সীমাহীন সমুদ্র।”

ভগবান বাবার সুমিষ্ট স্বর তোমরা তোমাদের কানে শুনতে পারো। তিনি বলেছেন, “সকল অশুভ বিষয় থেকে দূরে থাকো, যা কিছু শুভ তাতে মনোনিবেশ করো এবং সৎ পথে জীবন যাপন করো। সত্য, প্রেম, সর্বজীবে অহিংসা, সহিষ্ণুতা, ধৈর্য হ’ল স্বর্গীয় গুণ যেগুলি শান্তি, সুখ ও কল্যাণের প্রসার ঘটায়।” তাঁর দিব্য চরণে একাগ্রচিত্ত হও। সেই চরণকমলে মাথা নত করে আমরা প্রর্থনা করি “হে জগৎস্বামী, আমাদের শক্তি দাও যেন আমরা তোমার চরণে নিজেদের সমর্পিত রাখতে পারি ও কখনো যেন তা থেকে বিচ্যুত না হই। তোমার ইচ্ছাধীন আমাদের জীবন যেন কখনো কোন পার্থিব বিষয়ে আসক্ত না হয়। তোমার দিব্য চরণে আমাদের চোখ যেন‌ সর্বদা তার দৃষ্টি রাখে।

হে প্রভু, আমাদের হৃদয়ে অধিষ্ঠান আরো, একে তোমার আবাস রূপে গড়ে তোল যেন আমাদের হৃদয়ে প্রবেশ করা রক্ত ‌তোমার দিব্য স্পর্শে পবিত্র হয়ে ওঠে । ‌আমি যা দেখি, যা বলি, যা শুনি তা হয়ে উঠবে সত্যম, শিবম ও সুন্দরম।

  • হে ভগবান, আমাদের মনে ও চিন্তায় অধিষ্ঠান করুন,
  • হে ভগবান, আমাদের চোখে ও দর্শনে অধিষ্ঠান করুন,
  • হে ভগবান, আমাদের কানে ও শ্রবণে অধিষ্ঠান করুন,
  • হে ভগবান, আমাদের মুখ ও কথনে অধিষ্ঠান করুন,
  • হে ভগবান, আমাদের হৃদয় ও বাসনায় অধিষ্ঠান করুন,
  • হে ভগবান, আমাদের ‌দেহ ও কর্মে অধিষ্ঠান করুন।

আমাদেরকে আপনার শিশুরূপে সত্য ও শুদ্ধতায় পালন করুন যেন আমরা ‌সবকিছুতে আপনাকে প্রত্যক্ষ করি। সমস্ত জগৎ আপনার করুণায় পূর্ণ হয়ে আমাদের সামনে ধরা দেয় । আমাদের কোনো শত্রু থাকবে না। ‌কারো প্রতি আমাদের হিংসা থাকবে না ও কেউ যাদেরকে হিংসা করবে না কারণ তারা সকলে আপনার গুণ প্রাপ্ত হবে ও আমরাও আপনার গুণ লাভ করবো। হে প্রভু, আপনি হলেন‌ আমাদের সত্তা ও আমরা সকলে আপনার রূপ।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: