গজবদনা গণনাথা নাথা

Print Friendly, PDF & Email

Lyrics

Tunes

Conversation

Raga

Mandir-version

কথাঃ
  • গজবদনা গণনাথা নাথা
  • গৌরীবর তনয়া গুণালয়া
  • গজবদনা গণনাথা নাথা
  • বিদ্যাদায়ক বুদ্ধি প্রদায়ক
  • সিদ্ধি বিনায়ক হে শুভ দায়ক
অর্থ:

হে গজমুখ প্রভু!তুমি গণেদের পতি এবং মাতা গৌরীর প্রিয় পুত্র; তুমি পরম করুণাময়! তুমি মঙ্গল ও শুভ দাতা।

ব্যাখ্যা:
গজবদনা গণনাথা নাথা হে গজমুখ প্রভু! তুমি সকল গণেদের অধিপতি
গৌরীবর তনয়া গুণালয়া হে মাতা গৌরীর (পার্বতী) প্রিয় পুত্র, তুমি গুণসাগর
গজবদনা গণনাথা নাথা হে গজমুখ প্রভু! তুমি সকল গণেদের অধিপতি
বিদ্যাদায়ক বুদ্ধি প্রদায়ক হে প্রভু তুমি সকল বুদ্ধি ও জ্ঞান প্রদান কর
সিদ্ধি বিনায়ক হে শুভ দায়ক হে প্রভু ! তুমিই আমাদের আধ্যাত্মিক বিচার শক্তি ও শুভ প্রদান কর।

রাগ – সোহিনী (হিন্দুস্তানী) / হংসধ্বনি (কর্নাটকী)

শ্রুতি – সি# (পঞ্চম)

তাল – কাহারবা বা আদিতাল – ৮ মাত্রা

ভারতীয় স্বরলিপি
পাশ্চাত্য স্বরলিপি

https://archive.sssmediacentre.org/journals/vol_14/01JAN16/bhajan-tutor-Gajavadana-Gananatha-Natha.htm

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: