গায়ত্রী মন্ত্রম – কার্যক্রম

Print Friendly, PDF & Email
গায়ত্রী মন্ত্রম – কার্যক্রম
  1. ৩০ টি এমন জিনিষ যোগাড় করতে হবে, যা আমরা বাড়ীতে, স্কুলে ,বালবিকাশ ক্লাসে ব্যবহার করি বা দেখি – যেমন পেন্সিল, গাছের ছবি, কুকুরের ছবি, বই, বল, করতাল ইত্যাদি। জিনিষ এবং ছবি মিশ্রিত থাকলে খেলাটি আরো একটু আকর্ষক ও বুদ্ধিমত্ত্বার খেলা হবে।
  2. এর মধ্য থেকে ২০ টি জিনিষ বেছে নিয়ে টেবিলের ওপর বা মাটিতে রাখতে হবে। এখন বাকি ১০ টা জিনিস ব্যবহার হবেনা।
  3. শিশুদের বলতে হবে কয়েক সেকেন্ড ধরে খুব ভালো করে জিনিষগুলি লক্ষ্য করতে (ধরা যাক ৩০ বা ৪০ সেকেন্ড)
  4. এবার এই ২০ টা জিনিষ সরিয়ে নিতে হবে, বা কোনো কাপড় বা কম্বল দিয়ে সেগুলি ঢেকে দিতে হবে।
  5. শিশুরা কি কি দেখেছে তার একটি তালিকা তৈরী করবে। তারা হয়তো কয়েকটির কথা মনে করতে পারবে। যেসব শিশু খুবই তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন বা যাদের স্মৃতিশক্তি খুব ভালো তারা হয়তো ১৫ টি জিনিষ মনে রাখতে পারবে।
  6. এবার শিশুদের বলুন যে তারা যেন পূর্ণ মনোযোগ দিয়ে তিনবার গায়েত্রী জপ করে।
  7. এবার যে দশটি জিনিষ আগে দেখানো হয়নি সেগুলি আনতে হবে।যে ২০ টি জিনিষ আগে দেখানো হয়েছিল, তার মধ্য থেকে যেকোনো ১০ টি বেছে নিতে হবে। এখন তাহলে আমাদের কাছে ২০ টি জিনিস রইল। (যেগুলি আগে দেখানো হচ্ছিলো, তার থেকে ১০ টি এবং যেগুলি আগে দেখানো হয়নি তার থেকে ১০ টি)। এবার এই ২০ টি জিনিস টেবিলে বা মাটিতে এলোমেলো ভাবে রাখতে হবে।
  8. ৪নং এর মতন, শিশুদের জিনিষগুলি ভালো করে দেখতে বলতে হবে (৩০ বা ৪০ সেকেন্ড)
  9. এবার ৫ নং এর মতন, জিনিষগুলি সরিয়ে নিতে হবে বা ঢেকে দিতে হবে।
  10. এবার শিশুদের তারা কি কি দেখেছে তা মনে করতে বলতে হবে।
সারমর্ম

গায়েত্রী মন্ত্র খুবই শক্তিশালী। এটি মনের একাগ্রতা, অভিনিবেশ এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করে। দ্বিতীয় বারে অর্থাৎ গায়েত্রী মন্ত্র জপ করার পর, শিশুরা বেশি সংখ্যক জিনিষ মনে রাখতে পারবে। কোনো শিশু দ্বিতীয় বারে বেশী জিনিষ না মনে রাখতে পারলে তাকে আরো কয়েক বার সুযোগ দিতে হবে। আর তাদের আরো বেশিবার গায়েত্রী মন্ত্র জপ করতে বলতে হবে।

এটি একটি বিস্ময়কর খেলা যার মাধ্যমে শিশুরা গায়েত্রী মন্ত্র জপের উপকারিতা বুঝতে পারে। তারপরে দেখা যাবে, তারা প্রতিদিন নিয়মিতভাবে গায়ত্রী মন্ত্র জপ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।