গীতাঞ্জলি

Print Friendly, PDF & Email
গীতাঞ্জলি
উদ্দেশ্য:

এটি একটি মজার খেলা যেটি ছাত্র ছাত্রীদের স্মৃতিশক্তিকে ক্ষুরধার করে এবং গীতার যে শ্লোকগুলি তারা শিখেছে সেগুলিকে আরেকবার ঝালিয়ে নেবার সুযোগ দেয়।

সম্পর্কিত মূল্যবোধগুলি:
  • জানবার ইচ্ছা
  • পর্যবেক্ষণ ক্ষমতা
  • একাগ্রতা
  • স্মৃতি
  • ধৈর্য
  • ত্রুটিহীনতা
  • আত্মসন্তোষ
প্রয়োজনীয় উপকরণ:
  • সাদা বোর্ড
  • রঙের কলম/ এবং স্কেচ
প্রস্তুতিপর্ব:
  • এই খেলাটির জন্য গুরুকে ১০ টি গীতার শ্লোক নির্বাচন করতে হবে।
  • তাঁকে তাসের মতন ২০ টি পিচবোর্ডের কার্ড তৈরী করতে হবে।
  • এর মধ্যে ১০ টি হবে নীল রঙের আর ১০ টি হবে গোলাপি রঙের।
  • নির্বাচিত শ্লোকগুলির প্রথম লাইন গুলি নীল কার্ডে লিখতে হবে।
  • দ্বিতীয় লাইন গুলি গোলাপি কার্ডে লিখতে হবে।
  • কার্ডগুলির উল্টোদিকে স্বামীর ছবি আটকাতে হবে।
  • কার্ডগুলি রংচঙে ও আকর্ষণীয় হতে হবে। (অথবা স্বামীর পকেট ক্যালেন্ডারের উল্টোদিকে ১০ +১০, শ্লোকগুলি লেখা যেতে পারে)।
  • এই সব কাজ হয়ে গেলে কার্ড গুলি প্রস্তুত।
কীভাবে খেলতে হবে
  1. গুরু ২০ টি কার্ড খুব ভালো করে মিশিয়ে নেবেন।
  2. এরপর তিনি রং নির্বিশেষে কার্ডগুলি ৪ টি সারিতে সাজাবেন। প্রতিটি সারিতে ৫ টি করে কার্ড থাকবে।
  3. কার্ডগুলি এমনভাবে সাজাতে হবে যাতে লেখা দিকটি নিচে থাকে। অর্থাৎ লেখা দেখা যাবেনা।
  4. একবারে ৪ জন খেলতে পারে।
  5. প্রথমজন দুটি কার্ড তুলবে; একটি নীল, একটি গোলাপি। এরপর তাকে দেখতে হবে দুটি কার্ডের লেখা শ্লোকের লাইনগুলি মিলছে কিনা।
  6. যদি মিলে যায় তাহলে সে চেঁচিয়ে শ্লোকটি পড়বে এবং কার্ড দুটি নিজের কাছে রেখে দেবে। এছাড়া সে আরেকবার খেলার সুযোগ পাবে।
  7. যদি না মেলে তাহলে তাকে কার্ডগুলি অন্য সব বাচ্চাদের দেখিয়ে, যেখান থেকে সেগুলি তুলেছিল সেখানে রেখে দিতে হবে
  8. এইবার দ্বিতীয় জন খেলবে। এইভাবে স্মৃতি নির্ভর খেলাটি চলতে থাকবে যতক্ষণ না দুটি সেটের সব কার্ডগুলি মিলে যায়; অর্থাৎ খেলুড়েরা ১০ টি গীতার শ্লোক পুরোপুরি মিলিয়ে ফেলতে পারে।
বৈচিত্র্য:
  • গীতার শ্লোক এবং তার অর্থ মেলাতে দেওয়া যেতে পারে।
  • মেলানোর জন্য গীতার শ্লোকের প্রথম ও শেষ শব্দ দেওয়া যেতে পারে।
গুরুদের জন্য:

গুরু যে কয়েকটি ইচ্ছে গীতার শ্লোক দিতে পারেন; অবশ্যই তাঁকে সময় এবং ছাত্ররা কতটা কঠিন হলে খেলতে পারবে তার দিকে নজর রাখতে হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: