সবুজায়ন
সবুজায়ন
উদ্দেশ্য ঃ
পরিবেশ আমাদের অগণিত সুবিধা দেয় যা আমরা আমাদের জীবদ্দশায় পরিশোধ করতে পারি না। তাই বাচ্চাদের মধ্যে সচেতনা আনা খুবই জরুরী যাতে তারা ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে আগামী প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষিত রাখতে পারে।
‘সবুজায়ন’ সমবেত কার্যক্রমের উদ্দেশ্য পরিবেশ সম্বন্ধে গভীর চিন্তার উদ্রেক করা ।
প্রাসঙ্গিক মূল্যবোধ :
- সচেতনতা
- সহমর্মিতা
- প্রকৃতি
- সিদ্ধান্ত
- দায়িত্ব জ্ঞান
- সু নাগরিক হওয়া
প্রয়োজনীয় সামগ্রী:
- দু সেট স্লিপ
- সেট ক – আমরা কিভাবে পরিবেশ দূষণ করছি ।
- সেট খ – আমরা কিভাবে পরিবেশ সুরক্ষিত রাখব ।
- একটি কালো বিন ।
- একটি সবুজ বাসকেট
কিভাবে খেলব
- গুরু ক্লাসটি দুটি দলে ভাগ করে দেবেন এবং তাদের মুখোমুখি দাঁড়াতে বলবেন।
- তিনি বাচ্চাদের সামনে কালো বিন ও সবুজ বাসকেট রাখবেন ।
- গুরু কুড়িটি স্লিপ বাচ্চাদের মধ্যে বিতরণ করবেন ।
- তারপর গুরু একজন একজন করে কি করতে হবে বুঝিয়ে বলবেন, প্রত্যেককে উচ্চস্বরে স্লিপে লেখা বার্তা পড়তে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে স্লিপটি কোথায় ফেলবে, কালো বিনে না সবুজ বাসকেট ।
- উদাহরণ ঃ গুরু একটি স্লিপের বার্তা পড়লেন – ‘প্লাস্টিকের ব্যবহার’ – আর কালো বিনে ফেলে দিলেন। আর একটি স্লিপ পড়লেন – ‘কলের ফুটো সারানো’ – সুন্দর করে সবুজ বাসকেট রেখে দেওয়া ।
- খেলার শেষে বাচ্চারা বুঝতে পারে কিভাবে দূষণ এড়াতে হয় ও পৃথিবী সুরক্ষিত রাখা যায় ছোট ছোট কাজের মাধ্যমে। এবং পৃথিবীকে পূর্ব মহিমায় ফিরিয়ে আনা যায় ।
তালিকা
কালো বিন – পরিবেশ দূষণ
- প্লাস্টিক বোতলের ব্যবহার
- গাড়ির হর্ণ
- মাঠে খড়ের গাদা
- মাটি ক্ষয়
- মধ্যরাতে লাউড স্পিকার বাজানো /li>
- সমুদ্রে ভাসমান তৈল
- ধূমপান
- দাঁত মাজার সময় কল খুলে রাখা
- শিকার
- কারখানার ধোঁয়া
- অরণ্য বিনাশ / গাছ কাটা
- নদী দূষণ
সবুজ বাসকেট – পরিবেশ সংরক্ষণ
- পূণঃ ব্যবহার যোগ্য বস্তু
- কাপড়ের ব্যাগের ব্যবহার
- কলের ফুটো সারানো
- গাছের চারা বিতরণ
- সার্বজনীন জায়গায় ডাস্টবিনের ব্যবহার
- প্রয়োজন না হলে আলো নিভিয়ে দেওয়া
- বাজিতে না
- অল্প স্নান
- আশে পাশে গাছ লাগানো
- ব্যবহারের পর ইলেক্ট্রিক বস্তুর প্লাগ খুলে রাখা
গুরুদের জন্য পরামর্শ :
এই কার্যক্রমের সাথে মনোভাবের পরীক্ষাও সংযোজন করা যায়।
তোমার বন্ধুর জন্মদিনে তুমি কি উপহার দিতে চাও-
১ )দামী উপহার
২) একটি গাছের চারা
৩ )পরিবেশ সংক্রান্ত বই