ঈশ্বর এক

Print Friendly, PDF & Email
ঈশ্বর এক

একবার চার ব্যক্তি একটি গ্রামের পথে দাঁড়িয়ে ছিলেন ;এদের মধ্যে একজন পার্শী, একজন তুর্কী, একজন আরবদেশীয় ও অন্যজন গ্রীস এর মানুষ। তাঁরা একসঙ্গে দূরদেশে যাত্রা করেছিলেন। এই মুহূর্তে তাদের মধ্যে তর্ক বেঁধেছিলো। তর্ক এইজন্য যে তাদের কাছে একটিই টাকা ছিল; কিন্তু প্রত্যেকে সেটি নিজের মতন করে খরচা করতে চাইছিলেন।

পার্শী ভদ্রলোকটি বললেন, “আমি আঙ্গুর কিনতে চাই। “.আরবদেশীয় বললেন, “ইনাব “.তুর্কী ভদ্রলোক বললেন, “না আমরা ওই টাকা দিয়ে উজম কিনবো “.এবার গ্রিক ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন, “এটা কোনোমতেই হতে পারেনা। আমরা ওই টাকা দিয়ে স্তাফিল কিনবো।”

এক জ্ঞানী ভদ্রলোক তখন সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি তাদের চেঁচামেচি শুনতে পেলেন। ওই সবকটি ভাষাই তাঁর জানা ছিল। তাই তিনি বললেন, “আমায় ওই টাকাটি দিন। আমি আপনাদের সবাইকে সন্তুষ্ট করবো। প্রথমে তাঁরা ওই ব্যক্তির কথায় বিশ্বাস করলেন না। কিন্তু তারপর তাকে টাকাটি দিলেন। তখন সেই ব্যক্তিটি একটি ফলের দোকানে গিয়ে ওই টাকা দিয়ে চার থোকা আঙ্গুর কিনলেন। পড়শী ভদ্রলোকটি বললেন, ” এটা আমার আঙ্গুর। “তুর্কী ভদ্রলোক বললেন, “আরে আমরা তো একেই উজুম বলি। “আরব্য লোকটি বললেন, “আরে আপনি তো আমায় ইনাব এনে। ” গ্রীক ভদ্রলোক বলে উঠলেন, “না আমার ভাষায় একে স্তাফিল বলে। “এইবারে ওই চার ব্যক্তি বুঝলেন যে তাঁরা একে ওপরের ভাষা বোঝেন না বলেই পরস্পর বিবাদ করছিলেন।

[Illustrations by A.Jeyanth, Sri Sathya Sai Balvikas Student]

[Adapted from “Spiritual Science- Book 3”- P.N]

“দিব্যাত্মা স্বরূপ তোমরা! এখানে আসার পর একটাই জিনিস তোমাদের কাছেসবথেকে গুরুত্বপূর্ণ। তোমাদের সবাইকে জানতে হবে,বুঝতে হবে; জাতি, ধৰ্ম। সম্প্রদায় বিশ্বাস, এই সকল ভেদ ভুলতে হবে। কে কোন শ্রেণীর, কোন সম্প্রদায়ের এসব মনে রাখলে চলবে না। তোমাদের অনুভব করতে হবে যে তোমরা সবাই এক ঈশ্বরের সন্তান।

[ভগবান বাবার দিব্য ভাষণ, ২০শে অক্টোবর ১৯৮৮]

GOD IS ONE

এ কথা সত্য, যে ঈশ্বর এক। এবং আমরা সবাই সেই এক ঈশ্বরের সন্তান। গরুর বর্ণ আলাদা হতে পারে, কিন্তু দুধ এক। তারা অনেক কিন্তু আকাশ এক। দেশ বহু কিন্তু পৃথিবী এক। ঠিক তেমন ঈশ্বর এক। বেদে বলা হয়েছে , “একম সৎ, বিপ্রাঃ বহুধা বদন্তি। ” সত্য এক। জ্ঞানীরা তাঁকে বিভিন্ন নাম অভিহিত করেন।

“মুসলমানেরা যাঁকে আল্লাহ বলে বন্দনাকরেন
ক্রীষ্টানেরা তাঁকেই জিহোবা বলেন,
বৈষ্ণবেরা যাঁকে বলেন পদ্মপলাশলোচন
শৈবরা তাঁকেই বলেন শিব
তাঁকে যে নামেই ডাকা হোক তিনি তাঁর কৃপা ও সৌভাগ্য বর্ষিত হয়
নেমে আসে সুখ ও আনন্দধারা
তিনি এক, পরমাত্মা, তাঁকে পরমাত্মা বলে জান।”

– আমাদের পরম প্রিয় ভগবান সত্য সাই বাবা

এই কথাই বলে থাকেন। ধৰ্ম কখনোই বিভেদের কথা প্রচার করে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।