মহান ঘোষণা

Print Friendly, PDF & Email
মহান ঘোষণা
উদ্দেশ্য:

ছেলেমেয়েদের কল্পনা শক্তিকে উৎসাহিত করার জন্য এক অভিনব কার্যক্রম।

সম্পর্কিত মান বা মূল্যবোধ:

কল্পনাশক্তি

জিজ্ঞাসা, অনুসন্ধিৎসা

প্রশংসা ও গুণের যথাযথ মূল্যায়ন

প্রয়োজনীয় উপকরণ:
  1. বাটি বা ছোটো গামলা
  2. কতগুলি চিরকুট যাতে এই ধরনের কিছু লেখা থাকবে ‘যদি আমি ফুল হতাম, তবে আমি হতে চাইতাম’ ___ (অন্যান্য উদাহরণ- রামায়ণ, মহাভারত, সাধুসন্ত, মহান ব্যক্তিত্ব, গাছ, পূজার সামগ্রী, পঞ্চভূত, পশু, পাখি)
  3. বাজনা বা ভজন
খেলার পদ্ধতি
  1. গুরু সব ছেলেমেয়েদের হাত ধরাধরি করে একটা বৃত্ত তৈরি করতে বলবে ও তারপর বসতে বলবে।
  2. এরপর গুরু পুরো খেলাটি তাদের বুঝিয়ে বলবে।
  3. ভাঁজ করা চিরকুট সমেত বাটিটি একজন শিশু তার পাশের শিশুকে দেবে, সে দেবে তার পাশের শিশুকে, – এভাবে হাতে হাতে বাটিটি গোল হয়ে ঘুরতে থাকবে।
  4. যখন বাজনা বা ভজন থামবে তখন যে শিশুর হাতে বাটিটি ধরা থাকবে, সে সেখান থেকে একটি চিরকুট তুলে নেবে।
  5. উদাহরণ ১. যদি চিরকুটে ‘ফুল’ কথাটি লেখা থাকে, তবে শিশুটি বলতে পারে ‘যদি আমি ফুল হতাম তবে আমি পদ্মফুল হতে চাইতাম কারণ এটি আমাদের জাতীয় ফুল।’
  6. উদাহরণ ২.যদি চিরকুট ‘পূজা সামগ্রি’ কথাটি লেখা থাকে, তবে শিশুটি বলতে পারে ‘ যদি আমি পূজা সামগ্রি হতাম, তবে আমি প্রদীপ হতে চাইতাম কারণ প্রদীপ চারিধার আলোকিত করে।
  7. এই ভাবে খেলা চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত বাটির সবকটি চিরকুট ব্যবহৃত হচ্ছে এবং প্রতিটি শিশু তার কল্পনাকে মেলে ধরার সুযোগ পাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: