বানান নিয়ে মজার খেলা

Print Friendly, PDF & Email
বানান নিয়ে মজার খেলা
উদ্দেশ্য :

এটি কাগজ ও পেন্সিল নিয়ে খুব জনপ্রিয় একটি অনুমান করার খেলা। দুই বা তার বেশি বাচ্চা মিলে এটি খেলতে পারে।একজন একটি শব্দ বা বাক্য ভাববে, তার সঙ্গী সেটি কি তা অনুমান করার চেষ্টা করবে। সে একবারে একটি অক্ষর বলতে পারবে। এইভাবে সে নির্দিষ্ট কয়েকবার অনুমান করার সুযোগ পাবে। এর ফলে তাদের শেখা হবে; ছেলেটির বা মেয়েটির শব্দ ভান্ডার বৃদ্ধি পাবে এবং তারা শব্দের ধরণ ও বানান চিনতে শিখবে।

সম্পর্কিত মূল্যবোধগুলি :
  • পর্যবেক্ষণ ক্ষমতা
  • একাগ্রতা
  • স্মৃতিশক্তি
  • জানবার ইচ্ছা
  • বিচার ক্ষমতা
প্রয়োজনীয় উপাদান :

কাগজ ও পেন্সিল

গুরুর পূর্ব প্রস্তুতি :

দরকার নেই

কিভাবে খেলতে হবে
  1. গুরু বাচ্চাদের কাগজ ও পেন্সিল নিয়ে জোড়ায়, জোড়ায় বসাবেন।
  2. তিনি বিষয়টি বোঝাবেন ( উদাহরণ — প্রকৃতি )
  3. কিভাবে খেলতে হবে, একটি উদাহরণ দিয়ে গুরু সেটি বুঝিয়ে দেবেন।
  4. একজন খেলুড়ে প্রকৃতি সম্পর্কিত একটি শব্দ ভাবল , ধরা যাক পাহাড় এবং জানালো যে সেটিতে তিনটি অক্ষর আছে ; (- – – )
  5. সে তার সঙ্গীকে শব্দটি অনুমান করতে বলল ; একেকবারে একটি করে অক্ষর বলা চলবে। (উদাহরণ – পা ); সঙ্গীটি সবচেয়ে বেশি কয়টি সুযোগ পাবে হবে তাও সে ঠিক করে দেবে।
  6. যেহেতু তার সঙ্গী যে “পা” অক্ষরটি বলেছে, সেটি শব্দে আছে, সেটিকে সে সঠিক জায়গায় বসিয়ে দেবে।( যেমন -পা – – )
  7. সঙ্গীর পরের অনুমানটি যদি শব্দে না থাকে ,তাহলে ( যেমন – ক ), খেলুড়ে সেটিকে ড্যাশ এর অনেক নীচে বসাবে এবং তার চারিদিকে একটি বৃত্ত টেনে দেবে। প্রথম ছবিতে যেমন দেখানো হয়েছে, তেমন করে।
  8. এইভাবে প্রতিটি ভুল অক্ষর দ্বিতীয় ছবিতে যেমন দেখানো হয়েছে সেইরকম পাঁচটি গোলের শৃঙ্খলের, একটি গোলের মধ্যে বসাতে হবে।
  9. সঙ্গীটি যদি তৃতীয়, চতুর্থ বা পঞ্চমবারে সঠিক অনুমান করতে পারে, তাহলে সে জয়ী হবে। তার যদি কেবল দুইটি ভুল হয়ে থাকে তাহলে শৃঙ্খলটি অপূর্ণ থাকবে।
  10. এবার একইভাবে যে জিতল, তার গোপন শব্দটি ভাবার পালা।একইভাবে খেলা চলবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: