গুরু নানক জয়ন্তী

Print Friendly, PDF & Email
গুরু নানক জয়ন্তী

গুরু নানক দেব, শিখ ধর্মের প্রবর্তক, কার্তিক মাসে (অক্টোবর /নভেম্বর) জন্মেছিলেন, আর তাঁর জন্মদিন গুরু নানক জয়ন্তী নামে পরিচিত। উনি ১৪৬৯ খ্রীষ্টাব্দে লাহো্রের কাছে তালওয়ান্দিতে জন্মগ্রহণ করেন।

ঐ দিন প্রভাত ফেরি বের হয়। প্রভাত ফেরি হল ভোর বেলায় গুরুদ্বার থেকে শোভাযাত্রা করে আশেপাশের এলাকা শাবাদ গাইতে গাইতে প্রদক্ষিণ করা। এই অনুষ্ঠানের আরও একটি অঙ্গ হল তিন দিন ব্যাপী অখণ্ড পাঠ, অর্থাৎ ছেদহীন/বিরামহীন ভাবে পবিত্র গুরু গ্রন্থ সাহিব শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করা। গুরু পরবে, অর্থাৎ উৎসবের দিন, গুরু গ্রন্থ সাহিবকে সুন্দর ফুলে সজ্জিত দোলায় বসিয়ে সমগ্র গ্রাম/শহর প্রদক্ষিণ করানো হয়। পাঁচজন সশস্ত্র প্রহরী, পঞ্চ পিয়ারে, নিশান সাহিব (শিখ পতাকা) নিয়ে শোভাযাত্রায় নেতৃত্ব দেয়। স্থানীয় বাজনার দল দ্বারা ধর্মীয় সুর বাজানোও শোভাযাত্রার একটি বিশেষ অঙ্গ।

বিনামূল্যে মিষ্টি বিতরণ ও লঙ্গর (সাম্প্রদায়িক মধাহ্ন ভোজ) জাতি ধর্ম নির্বিশেষে খাওয়ানো হয়। পুরুষ, মহিলা ও শিশুরা এই কর সেবায় যোগদান করে সমাজকে পরিষেবা দেওয়ার জন্য, রান্না করে আর গুরুর লঙ্গরে খাবার পরিবেশন করে, সাথে থাকে ঐতিহ্যবাহী কড়া প্রসাদ।

শিখরা ওইদিন গুরুদ্বারে যায়, যেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং কীর্তন হয়। গুরুদ্বারের বাড়িগুলো আলোয় সজ্জিত করা হয় উৎসবটিকে সুন্দর করার জন্য।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।