সমাজে হাতের কাজ

Print Friendly, PDF & Email
সমাজে হাতের কাজ
উদ্দেশ্য:

শিশুদের জন্য অনুপ্রেরণা মূলক খেলা যা তাদের সমাজে বিভিন্ন পেশার মানুষের ভাল কাজকে বোঝাতে সাহায্য করে।

সম্পর্কিত মূল্যবোধ:

শৈল্পিক দক্ষতা অনুশীলনের অভ্যাস আর সমাজে মানুষের ভুমিকার গুরুত্ব বোঝা।

প্রয়োজনীয় সামগ্রী:

এক সেট “মানবিক মূল্যবোধের” কার্ড।

গুরুদের জন্য প্রস্তুতিমূলক কাজ:

নেই।

কি ভাবে খেলব:
  1. শিশুদের দুটি দলে ভাগ করা। দুটি দল দুটি অর্ধ বৃত্তে বসে খেলাটি খেলবে।
  2. তারপর গুরু বোঝাবেন যে সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের ভূমিকা পালন করে, প্রত্যেকেই তাদের সর্বশ্রেষ্ঠ দক্ষতা দিয়ে কাজ করে সমাজের ভালর জন্য।
  3. একটি করে খেলোয়াড় দুটি দল থেকে গুরুর কাছে আসে এবং গুরু তাদের কানে কানে বলে দেন কোন একটা পেশার কথা। শিশুটি তার নিজের দলে ফিরে গিয়ে, মুখ দিয়ে আওয়াজ না করে, পেশাটি অভিনয় করে দেখাতে চেষ্টা করে।
  4. যে দল প্রথম সঠিক পেশা অনুমান করতে সক্ষম হবে সে একটা মূল্যবোধের কার্ড পাবে। প্রত্যেকটি দফার পর, দল দুটি ওই পেশার মানুষ সমাজের কি ভাল করে বুঝিয়ে দেবে।
  5. এই খেলাটির লক্ষ্য হল বিভিন্ন পেশার মানুষের উপকারিতাকে নজরে আনা।
  6. খেলা চলতে থাকে এবং নতুন নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হয় বিভিন্ন পেশার অভিনয় দেখাতে।
গুরুদের জন্য পরামর্শ:
  • যদি বেশি বাচ্চা না থাকে, তাহলে দল না বানিয়ে এক একটি শিশুকে ডেকে খেলাটি খেলে।
  • যে সঠিক পেশা অনুমান করতে পারবে সেই একটি মানবিক মূল্যবোধের কার্ড জিতবে।
  • অনেকবার খেলার পর যার কাছে বেশি মানবিক মূল্যবোধের কার্ড থাকবে, সেই বিজয়ী ঘোষিত হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।