মূল্যবোধগুলিকে ধরে থাক
মূল্যবোধগুলিকে ধরে থাক
উদ্দেশ্য:
এই খেলাটি একাগ্রতা বাড়ানোর জন্য খুব ভাল। এটি স্মৃতি শক্তি, লক্ষ্যভেদের ক্ষমতা, একদৃষ্টে একাগ্র মনে চেয়ে থাকা এবং লক্ষ্যে স্থির থাকার দক্ষতাকে বাড়ায়। এই খেলাটির মাধ্যমে যে লুক্কায়িত বার্তাটি পৌঁছে যাবে তা হল, শিশুরা যখন কোনো একটি উৎকৃষ্ট মূল্যবোধকে জীবনে ধরে রাখার চেষ্টা করবে ,তখন যে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও, তারা যেন লক্ষ্য থেকে সরে না যায়।
সম্পর্কিত মূল্যবোধগুলি:
- একাগ্রতা
- মনোযোগ
- দৃঢ় সংকল্প
প্রয়োজনীয় উপাদানসামগ্রী:
- একই রকমের তিনটি প্লাস্টিকের কাপ
- একটি পিং পং বল, যার গায়ে একটি মূল্যবোধের নাম লেখা থাকবে (যেমন সত্য)
- একটি টেবিল
কীভাবে খেলতে হবে:
- গুরু ক্লাসের বাচ্চাদের দুই ভাগে ভাগ করে দেবেন এবং খেলাটি তাদের বোঝাবেন।
- এরপর গুরু কোন একটি দল থেকে একটি শিশুকে ডাকবেন; শিশুটি এসে একই রকম দেখতে তিনটি প্লাস্টিক কাপকে উল্টো করে এক সারিতে রাখবে; খোলা মুখটি নিচের দিকে থাকবে। মূল্যবোধের নাম লেখা পিং পং বলটি সে তিনটি কাপের একটির তলায় রাখবে। এমন ভাবে তাকে কাজটি করতে হবে যাতে ক্লাসের অন্যেরা সবাই দেখতে পায় এবং জানে যে কোন কাপটির তলায় বলটি রাখা হল।
- এরপর সে দ্রুত হাতে কাপগুলির জায়গা অদল বদল করে দেবে। কিছুক্ষণ সে টেবিলের ওপর সামনে, পিছনে করে কাপগুলিকে সারা টেবিল জুড়ে এদিক ওদিক করতে থাকবে। তারপর সে থেমে যাবে এবং কাপগুলিকে আবার একটি সারিতে সাজিয়ে দেবে।
- গ্রুপ B এর খেলোয়াড়দের অনুমান করতে হবে কোন কাপ এর তলায় বলটি আছে।
- গ্রুপ B থেকে যে ঠিক বলতে পারবে, সেই জয়ী হবে।
- এবার আবার কাপগুলিকে একইভাবে ঘোরাতে হবে এবং এবার গ্রুপ A বলবে কোন কাপ এর তলায় বলটি আছে।
গুরুদের জন্য:
- গুরুরা ক্লাসে প্রহ্লাদ ও হরিশচন্দ্রের গল্প বলতে পারেন। এনারা কিভাবে শত প্রতিকূলতা এবং সমস্যার সম্মুখীন হয়েও নিজেদের প্রিয় মূল্যবোধকে ত্যাগ করেন নি !!